নতুন নিয়ম অনুযায়ী বসিরহাট শহরের দুটি গুরুত্বপূর্ণ রাস্তা— হেলমেট মোড় থেকে শহীদ দীনেশ মজুমদার রোড এবং বিবেকানন্দ মোড় থেকে মার্টিনবার্ন রোড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা একমুখী পথে চলাচল করবে। পুলিশ প্রশাসনের আশা, এর ফলে শহরের প্রাণকেন্দ্রে যানজট অনেকটাই কমবে এবং জরুরি পরিষেবার কাজ আরও সহজ হবে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
বসিরহাট মহকুমা আদালত, মহকুমাশাসকের দফতর, সুপার স্পেশালিটি হাসপাতাল, সরকারি-বেসরকারি দফতর বহু গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। এছাড়াও নিত্যযাত্রীদের অভিযোগ ছিল, যানজটের কারণে প্রায়শই ট্রেন বা অফিসে সময়মতো পৌঁছানো সম্ভব হতো না। এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করতেই বসিরহাট পুলিশ জেলার এই উদ্যোগ।
উদ্যোগের সূচনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, ডিএসপি ট্রাফিক হেডকোয়ার্টার সুব্রত কুমার বারিক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং একাধিক দফতরের সহায়তায় পরিকল্পনাটি কার্যকরভাবে চালানো হবে। প্রাচীন বনেদি দুর্গাপুজোর শহর বসিরহাটে পুজোর আগে শুরু হওয়া এই নতুন ব্যবস্থা কেবল উৎসবের ভিড় নিয়ন্ত্রণেই নয়, সারা বছরই শহরের যাতায়াত ব্যবস্থায় স্বস্তি আনবে বলে আশা করছেন স্থানীয়রা।
জুলফিকার মোল্যা





