TRENDING:

Durga Puja 2025 : টানা বৃষ্টি, তবু দমেনি শিল্পীর হাত! শান্তিপুর থেকে তিলোত্তমার পথে রওনা উমার! মুখ ঢাকল সেই প্লাস্টিকে

Last Updated:

Durga Puja 2025 : বৃষ্টিভেজা দিনে শান্তিপুর থেকে তিলোত্তমার পথে রওনা দিলেন উমা। মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের তৈরি মূর্তি পুজো পাবে মানিকতলা ১৪ পল্লী বারোয়ারির মণ্ডপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ : প্রবল প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করেই শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কারখানা থেকে রওনা দিলেন উমা। পুজো পাবেন কলকাতার মানিকতলা ১৪ পল্লী বারোয়ারির মণ্ডপে। দুর্গাপুজো আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। টানা বৃষ্টির জেরে কপালে ভাঁজ পড়েছে জেলার বিভিন্ন কুমোর বাড়িতে। প্রতিমা প্রায় তৈরি হলেও এখনও দরকার ছিল রোদের তাপে শুকনো করার। কিন্তু অনিশ্চিত আবহাওয়া, ক্ষণিকের রোদ আর দিনের পর দিন টানা বৃষ্টিতে সেই কাজ অনেকটা ব্যাহত হয়েছে। তবুও বাধা বিপত্তি উপেক্ষা করেই মৃৎশিল্পীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ চলছে পুরোদমে।
advertisement

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই প্রতিমা ও মণ্ডপে সৃজনশীলতার প্রতিযোগিতা। কলকাতার কুমোরটুলি যতই প্রতিমা নির্মাণের কেন্দ্রবিন্দু হোক না কেন, জেলার মৃৎশিল্পীরাও পিছিয়ে নেই। বহু শিল্পী, গ্রামেই নিজেদের কারখানায় প্রতিমা গড়ে তুলে তা পৌঁছে দেন মহানগরের নানা পুজো মণ্ডপে। শান্তিপুরের সৌরাজ বিশ্বাস তাঁদের মধ্যে অন্যতম। কয়েক বছর ধরেই তিনি কলকাতার বিভিন্ন বিখ্যাত বারোয়ারির জন্য প্রতিমা তৈরি করছেন। তবে নিজের কারখানাতেই গড়ে তোলেন দেবী মূর্তি। পরে পুজো কমিটির সদস্যরা এসে নিয়ে যান সেই সৃষ্টিকর্ম।

advertisement

আরও পড়ুন : দেখলে বিশ্বাস বিশ্বাস হবে না! এই দুর্গায় নেই খড়, মাটি, রং! বাহবা দিয়েছে প্রধানমন্ত্রীর দফতরও

এবার মানিকতলা ১৪ পল্লী বারোয়ারির জন্যই দুর্গা প্রতিমা গড়েছেন সৌরাজবাবু। হলুদ আভায় সজ্জিত মা দুর্গা, সিংহাসনে আসীন। দুই পাশে অবস্থান নিয়েছেন গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী। মায়ের মুখাবয়ব থেকে সাজপোশাক, অলঙ্করণ – সবকিছুতেই ফুটে উঠেছে শান্তিপুরের শিল্পীদের শিল্পকলা। এদিন সকাল থেকেই পুজো কমিটির পক্ষ থেকে প্রতিমা নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। টানা বৃষ্টির মাঝে প্লাস্টিকে মোড়কে ঢেকে সড়ক পথে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছেন দেবী।

advertisement

View More

আরও পড়ুন : দুর্গাপুজো মিস হবে না! পাহাড়ে ঘুরতে গিয়ে হবে দেবী দর্শন, বোনাসে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ

মানিকতলা ১৪ পল্লী পুজো কমিটির সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এই নিয়ে টানা দ্বিতীয় বছর আমরা সৌরাজদার কারখানা থেকে মূর্তি নিয়ে যাচ্ছি। এক পরিচিত ব্যক্তির মাধ্যমে প্রথম তাঁর খোঁজ পাই। গত বছরই অর্ডার দিই এবং মূর্তি দেখে আমরা অভিভূত হই। তাই এ বছরও আবার শান্তিপুর থেকে মূর্তি আনা হচ্ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
তমলুকে চলছে আজও এই প্রথা, কী জানেন
আরও দেখুন

তিনি আরও জানান, আবহাওয়ার কারণে কিছুটা অসুবিধা হয়েছে। তবে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। শিল্পী সৌরাজ বিশ্বাসও বলেন, বৃষ্টি আমাদের অনেক সমস্যার মধ্যে ফেলেছে। তবে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারাটা এক বড় সাফল্য। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শিল্পীরা প্রমাণ করলেন, তাঁদের একাগ্রতা আর নিষ্ঠার জোরেই কলকাতার পুজোমণ্ডপ রাঙিয়ে তুলতে চলেছে শান্তিপুরের মৃৎশিল্পের অনন্য সৃষ্টি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : টানা বৃষ্টি, তবু দমেনি শিল্পীর হাত! শান্তিপুর থেকে তিলোত্তমার পথে রওনা উমার! মুখ ঢাকল সেই প্লাস্টিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল