বহরমপুর শহরের অন্যতম বড় পুজো কমিটি সৈদাবাদ কুহেলি সংঘ। পুজো কমিটির কথায়, ছোটবেলায় আমরা যেভাবে মুনি-ঋষিদের জীবনী পড়ে বড় হয়েছি, এখন পাঠ্যপুস্তক থেকে সেসব বিষয় হারিয়ে যাচ্ছে। তাই আগামী প্রজন্মকে তাঁদের চিনিয়ে দিতে এই বছর মণ্ডপে মুনি-ঋষিদের জীবনীচিত্র থাকবে। মণ্ডপের বিশেষ আকর্ষণ সম্পূর্ণ কাঠের বাতা দিয়ে তৈরি রাজা রামমোহন রায়ের প্রতিকৃতি।
advertisement
গাছের ছাল দিয়ে প্রতিমার পিছনের অংশ সাজানো হবে। সিলিং থেকে ঝুলবে শাখা-প্রশাখা, যা প্রকৃতির সঙ্গে মানুষের যোগের প্রতীক। এছাড়াও মণ্ডপে ভ্রূণহত্যা বিরোধী বার্তা শিল্পের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হবে। শিল্পীরা নানা ধরণের কাজের মাধ্যমে মণ্ডপকে সুসজ্জিত করে তুলছেন।
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, যানজট নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও থাকছে পার্কিং ব্যবস্থা। দর্শনার্থীদের যাতে মণ্ডপসজ্জা দেখতে কোনও অসুবিধা না হয় সেকথাও মাথায় রাখা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই পরপর দুই বছর বিশ্ব বাংলা সেরা সম্মানে ভূষিত হয়েছে এই ক্লাব। এবারও সেই সম্মান অর্জন করে হ্যাটট্রিকের লক্ষ্যে চেষ্টা করছেন তাঁরা। পঞ্চমীর দিন থেকেই দর্শকদের জন্য শহরের এই মণ্ডপ খুলে দেওয়া হবে।