এই বছর যেমন ঘাটালের দাসপুরের বেলিয়াঘাটা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৬২ তম বর্ষে পদার্পণ করছে। তাঁদের থিম ‘সৃষ্টির সংহার’। পুজো মণ্ডপের কাজ সম্পূর্ণ হওয়ার মুখে ছিল। ইতিমধ্যেই অনেকে প্যান্ডেল দেখতেও আসছিলেন। কিন্তু টানা বৃষ্টির কারণে প্রচণ্ড অসুবিধায় পড়েছেন তাঁরা। অনেক রঙের কাজ ধুয়েমুছে গিয়েছে।
advertisement
পাহাড়ের মাঝে মন্দির, মাঝখান দিয়ে প্রতিমা দর্শন করতে যেতে হবে। এই অপূর্ব মণ্ডপ দেখতে একদিকে লোক ভিড় জমাতে শুরু করেছেন, অন্যদিকে সব ভিজে জল। একেই বন্যায় বিধ্বস্ত হয়েছিল ঘাটাল। এবার দুর্গাপুজোর আগে লাগাতার বৃষ্টিতে তীরে এসে তরী ডোবার মতো পরিস্থিতি তৈরি হল।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকের ঘাটাল পাঁশকুড়া রাস্তার ধারে বেলিয়াঘাটা বাসস্ট্যান্ডে এই পুজোর থিম মানুষের নজর কাড়বে বলে আশা করা হচ্ছিল। একটু একটু করে থিম ফুটিয়ে তোলা হয়। কিন্তু ‘অসুর’ হয়ে দেখা দিল বৃষ্টি।
পুজো উদ্যোক্তাদের কথায়, আবার কিছু কিছু জায়গা মেরামত করতে হচ্ছে। বৃষ্টি যেসব জায়গার ক্ষতি করেছে, সেখানে নতুন করে কাজ শুরু হয়েছে। হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। এর মধ্যে কীভাবে কাজ শেষ করবেন, সেটা ভেবেই চিন্তায় পড়েছেন অনেকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নষ্ট থিম ফের সেজে উঠুক। মাথা তুলে দাঁড়াক ‘সৃষ্টির সংহার’। মা দুর্গার কাছে এখন সবিনয় অনুরোধ পুজো কমিটির।





