Durga Idol: পড়াশোনা সামলে প্রতিমা গড়ছে অভয়-ঈশান! দুই স্কুল ছাত্রের তৈরি অপূর্ব দুর্গা মূর্তি, শহরের মণ্ডপে পাবে পুজো

Last Updated:

Durga Idol: দুই ছাত্রের হাতে তৈরি মৃন্ময়ীর রূপ একেবারে পেশাদার শিল্পীর মতো। খুদে শিল্পীদের হাতে বানানো প্রতিমা নজর কাড়ছে। দুই পড়ুয়ার নাম অভয় দাস ও ঈশান পরামানিক। দু'জনেই কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

+
মুর্শিদাবাদের

মুর্শিদাবাদের স্কুল ছাত্রদের তৈরি দুর্গা প্রতিমা

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ ছোট্ট বয়সেই অসাধারণ প্রতিভা। মুর্শিদাবাদের দুই স্কুল ছাত্রের হাতে তৈরি দুর্গা প্রতিমা এবার শহরের দু’টি জায়গায় পূজিত হবে। এই ছাত্র-শিল্পীদের হাতে তৈরি প্রতিমা পুরসভা সহ অনেকের নজর কেড়ে নিয়েছে।
কাঁচা হাতের কাজ নয়, দুই ছাত্রের হাতে তৈরি মৃন্ময়ীর রূপ একেবারে পেশাদার শিল্পীর মতো। খুদে শিল্পীদের হাতে বানানো প্রতিমা নজর কাড়ছে। কান্দি শহরের কান্দি কৃষ্ণবাগান মোড় এলাকার বাসিন্দা অভয় দাস কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্যদিকে শহরের ভোলানাথপুর মোড় এলাকার বাসিন্দা ঈশান পরামানিকও ওই একই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া।
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশ আমলে শুরু! চা বাগানের এই দুর্গাপুজোর ঐতিহ্য আজও অটুট, স্বাধীনতার পরেও একইভাবে হয় উমার আরাধনা
দু’জনেরই ছোট থেকে প্রতিমা গড়ার ঝোঁক। খেলার ছলে হাতে মাটি নিয়ে একের পর এক ঠাকুর তৈরি করতে থাকেন। ছেলেবেলা থেকে অনায়াসে বড় সব প্রতিমা তৈরি করছে এই দুই খুদে শিল্পী। স্কুল যাওয়া ও পড়াশোনার মাঝে ঈশান ও অভয় যেটুকু সময় পায়, সেই সময়েই কখনও দুর্গা, আবার কখনও কালী বা সরস্বতী প্রতিমা তৈরিতে মেতে ওঠে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দু-তিন বছর হল তাঁদের হাতে তৈরি প্রতিমা শহরের দু’টি মণ্ডপে পূজিত হচ্ছে। এবারও তার ব্যাতিক্রম হবে না। অভয়ের তৈরি প্রতিমা কান্দি শহরের রসোড়াতে পূজিত হবে। অন্যদিকে ঈশানের তৈরি মূর্তি যাবে কান্দি জিবধরপাড়া এলাকায়। কয়েক মাসের চেষ্টায় দু’টি প্রতিমা তৈরি করেছে এই দুই খুদে শিল্পী। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। খুদে দুই শিল্পীর এহেন কর্মকাণ্ডে খুশি সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Idol: পড়াশোনা সামলে প্রতিমা গড়ছে অভয়-ঈশান! দুই স্কুল ছাত্রের তৈরি অপূর্ব দুর্গা মূর্তি, শহরের মণ্ডপে পাবে পুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement