নারীর জন্ম থেকে শুরু করে তার জীবন সংগ্রাম, সমাজে তার অবস্থান, অর্জন ও তাকে ঘিরে চলা নানা অন্যায়-অবিচার সবকিছুরই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ ও চিত্রাঙ্গনের মাধ্যমে। নারী নির্যাতন, কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, শারীরিক ও মানসিক নিগ্রহ– ইত্যাদি বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে থিমের ভেতর দিয়ে।
advertisement
একইসঙ্গে এই থিম তুলে ধরেছে নারীর উত্থান ও অগ্রগতি-র কথাও। সমাজের বিভিন্ন ক্ষেত্রে আজ নারীরা তাদের যোগ্যতায় নিজেকে প্রমাণ করছে বিজ্ঞান, শিক্ষা, প্রশাসন, খেলাধুলা কিংবা শিল্প-সংস্কৃতি সব ক্ষেত্রেই নারীর অগ্রগতি এখন দৃশ্যমান। কিন্তু তবুও সমাজের বিভিন্ন স্তরে আজও নারীরা নানাভাবে নির্যাতনের শিকার। এই দ্বন্দ্বই ফুটে উঠেছে এবারের পুজোর প্রতিটি অলঙ্করণে।
আরও পড়ুন: ভারতে বেড়ানোর এত এত জায়গা, জানেন কোন রাজ্যে সবচেয়ে বেশি পর্যটক যায়? নামটা শুনলে চমকাবেন!
পুজো কমিটির উদ্যোক্তাদের বক্তব্য, “আমরা এই পুজোর মাধ্যমে সমাজকে একটা বার্তা দিতে চাই। নারীকে শুধু পুজো করার প্রতীক হিসেবে না দেখে, বাস্তব জীবনে তার অধিকার ও সম্মান রক্ষার দিকেও নজর দেওয়া উচিত।”
এবারের পুজোর মোট বাজেট ৭ লক্ষ টাকা, যার মধ্যে থিম নির্মাণে বরাদ্দ হয়েছে উল্লেখযোগ্য অংশ। মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা, থিম চিত্রায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সব কিছুতেই থাকছে অভিনবত্বের ছোঁয়া। মিশন রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, হয়ে উঠেছে সমাজচেতনার এক বাস্তব মঞ্চ, যেখানে মায়ের আরাধনার মধ্য দিয়েই আলো ফেলা হয়েছে সেই ‘নারী’ জীবনের ওপর, যিনি জন্ম দেন, লড়েন, এগিয়ে যান এবং সমাজ বদলানোর সাহস রাখেন।