এখন আবার দুর্গাপুজো মানেই থিমের জাঁকজমক। যে সকল কমিটি থিমের প্যান্ডেল বানান, সেখানে প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে। ঘাটালের প্রতাপপুর আদি দুর্গোৎসব কমিটির এবারের থিম যেমন ‘গিরগিটি’। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এই কমিটির পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করছে। এই বছর তাঁরা আস্ত গিরগিটির মতো মণ্ডপ গড়ে তুলছে। বাজেট প্রায় সাত লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুনঃ স্মার্টফোনেই মুশকিল আসান! এবারের পুজোয় বিশেষ উদ্যোগ জেলা পুলিশের, ঝটপট জেনে নিন
প্রতিবছর এই প্যান্ডেলে বিপুল ভিড় হয়। সেই কারণে দর্শনার্থীদের কথা মাথায় রেখে কমিটির এই বছরের থিম ‘গিরগিটি’, যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে সমাজে এক বার্তাও পৌঁছে যাবে। এই থিমে রয়েছে ভরপুর মজা। এখন থেকেই মানুষের মুখে মুখে সেকথা ঘুরছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে পুজো শুরু হওয়ার আনন্দে মেতে উঠেছে বাঙালির মন। উৎসব শুরু হতে এখনও কয়েকটা দিন বাকি। তারপরেই আলোয় আলোয় ভরে উঠবে আকাশ। কিংবদন্তী শিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের মহালয়া জানান দেবে, মা আসতে আর বেশিদিন বাকি নেই।