TRENDING:

বাঙালি শিল্পীদের গড়া আস্ত মহাভারতের দরবার! বিশালাকার ময়ূর তোরণ! মণ্ডপে পা দিলে পৌঁছে যাবেন পাণ্ডব-কৌরবদের যুগে, কোথায় হয়েছে জানেন?

Last Updated:

Durga Puja 2025: ভুবনেশ্বরের বামিখাল পুজো কমিটি তাদের থিম হিসেবে বেছে নিয়েছে হায়দরাবাদে অবস্থিত দেশের বৃহত্তম রামোজি ফিল্ম সিটির মহাভারত শুটিং সেট ও ময়ূর তোরণ। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে মহাভারতের ‘দরবার’-এর অনন্য দৃশ্যকল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: বাংলার শিল্পীর কারুকার্যে ওড়িশার দুর্গোৎসবের মণ্ডপ যেন নতুন রূপ পাচ্ছে। এবারের ভুবনেশ্বরের বামিখাল পুজো কমিটি তাদের থিম হিসেবে বেছে নিয়েছে হায়দরাবাদে অবস্থিত দেশের বৃহত্তম রামোজি ফিল্ম সিটির মহাভারত শুটিং সেট ও ময়ূর তোরণ। মণ্ডপের বাইরের অংশ সেজে উঠছে এক বিশালাকার ময়ূর তোরণে। আর ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে মহাভারতের ‘দরবার’-এর অনন্য দৃশ্যকল্প। পুরো মণ্ডপ সেজে উঠছে বাংলার এক ঝাঁক শিল্পীর হাতে।
advertisement

এই মণ্ডপ তৈরির প্রধানশিল্পী পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সৃষ্টিধর সাউ। তাঁর নেতৃত্বে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪০ জন শিল্পী রাতদিন পরিশ্রম করে সাজিয়ে তুলছেন পুরো মণ্ডপ। শুধু দেবী প্রতিমাই নয়, মণ্ডপের প্রতিটি কোণ, প্রতিটি অলঙ্করণ যেন ভক্ত আর দর্শনার্থীকে নিয়ে যাবে পাণ্ডব-কৌরবের যুগে, মহাভারতের বিশাল দরবারে।

আরও পড়ুনঃ  বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবার রাজ্যেই! ৩ পুরোহিতের সন্ধ্যা আরতি! গায়ে কাঁটা দেওয়া অনন্য অভিজ্ঞতা মিস করবেন না

advertisement

মণ্ডপের বাইরের দিক থেকে দর্শনার্থীদের আকর্ষণ করবে বিশালাকার ময়ূর তোরণ। প্রায় ৭০ ফুট উঁচু ও ১১০ ফুট প্রস্থ এই তোরণকে দূর থেকে দেখলে মনে হবে বিশাল এক ময়ূর যেন তার পেখম মেলে দাঁড়িয়ে আছে। বাইরে ময়ূরের আভিজাত্য, আর ভিতরে রামোজি ফিল্ম সিটির মহাভারত সেটের ‘দরবার’। দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করলেই চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে মহাভারতের মহিমা।

advertisement

View More

বাঙালি শিল্পীদের হাতে গড়ে উঠছে মহাভারতের দরবার

মণ্ডপ তৈরিতে বাংলার শিল্পীরা ব্যবহার করছেন ঐতিহ্যবাহী নকশা, সূক্ষ্ম কারুকার্য এবং রঙের অপূর্ব সমন্বয়। মণ্ডপের ভিতরে থাকছে প্রাসাদোপম স্তম্ভ, দরজা-জানালা, সুদৃশ্য ভাস্কর্য – সব মিলিয়ে যেন বাস্তবের সঙ্গে মিশে যাচ্ছে কল্পনার জগৎ। শুধু তাই নয়, রাতে আলোর খেলা মণ্ডপটিকে রঙিন করে তুলবে। ওড়িশার ভুবনেশ্বরবাসী বাংলার শিল্পীদের এই শিল্পকর্ম দেখে ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ।

advertisement

আরও পড়ুনঃ মণ্ডপেই হবে গোটা জেলার দর্শন! এমনও আবার সম্ভব নাকি! রজত জয়ন্তীতে সেই অসাধ্য সাধন করল ‘এই’ ক্লাব

বামিখাল দুর্গোৎসব কমিটির সদস্যরা জানিয়েছেন, ‘আমরা চাইছি দর্শনার্থীরা মণ্ডপে ঢুকেই যেন ভুলে যান তাঁরা শহরের ভিড়ে আছেন। যেন মনে হয় তাঁরা সত্যিই রামোজি ফিল্ম সিটির মহাভারত সেটের ভিতরে রয়েছেন। বাংলা শিল্পীদের হাতের কাজ ওড়িশাবাসীকে সত্যিই চমকে দিয়েছে’।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শিল্পী সৃষ্টিধর সাউ বলেন, ‘আমাদের এই কাজ কেবল শিল্পচর্চা নয়, দুই রাজ্যের সংস্কৃতিকে একসূত্রে বেঁধে দেওয়ার এক প্রচেষ্টা। বাংলার কারুকার্য ভুবনেশ্বরবাসীর মনে যদি আনন্দ জাগায়, তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য’। এই দুর্গোৎসব শুধু পুজো নয়, হয়ে উঠছে শিল্পের মহোৎসব, সংস্কৃতির মেলবন্ধন। বাংলার সোনার হাতের ছোঁয়ায় ভুবনেশ্বরের বুকে মহাভারতের দরবার আবার জীবন্ত হয়ে উঠছে, আর তার সাক্ষী হতে দুর্গাপুজোর ক’টা দিনে হাজার হাজার মানুষ ভিড় জমাবেন বামিখালের মণ্ডপে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঙালি শিল্পীদের গড়া আস্ত মহাভারতের দরবার! বিশালাকার ময়ূর তোরণ! মণ্ডপে পা দিলে পৌঁছে যাবেন পাণ্ডব-কৌরবদের যুগে, কোথায় হয়েছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল