নিজেদের উদ্ভাবনী শক্তিকে পাথেয় করে যাতে সবাই আগামীদিনে স্বাবলম্বী হতে পারেন, এই আয়োজন তারই প্রয়াস। মূলত UGC অধীনে Earn While Learn – এই উদ্যাগ নেওয়া হয়। কলেজের সমস্ত বর্ষের ছাত্রীরা অংশগ্রহণ করেন এই হস্তশিল্প প্রদর্শনীতে। কলেজের অধ্যক্ষ ডঃ সোমা দত্ত জানান, বিভিন্ন রকমের হাতের কাজের পশরা সাজিয়ে স্টল দিয়েছেন ছাত্রীরা। বিকিকিনিও হচ্ছে খুব ভাল। নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সকল ছাত্রীরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেই বিষয়ে তাঁদের উৎসাহিত করতেই মূলত এই আয়োজন।
advertisement
আরও পড়ুন : নিরঞ্জন থেকে ফিরিয়ে আনা হয়েছিল প্রতিমা! ৯০ বছর ধরে একই প্রতিমায় পুজো হয় উমার! দেখতে যাবেন নাকি?
কলেজের অধ্যাপিকা শর্বরী ঘোষের কথায়, আগামী দিনে ছাত্রীদের আরও কর্মদ্যোগী করতে হবে। তাই এই হস্তশিল্প মেলার আয়োজন। নিজেদের হাতে তৈরি বিভিন্ন পশরা সাজিয়ে বসেছিলেন ছাত্রীরা। প্রায় ১০০’র বেশি ছাত্রী অংশগ্রহণ করেছিলেন। কেউ হাতে আঁকা ছবি, কেও বা হাতের তৈরি গয়না, বাড়িতে বিভিন্ন রকমের সাজানোর জিনিসের পশরা বসিয়েছিলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও ছাত্রীদের কথায়, যে উপার্জন হবে সেটা দিয়ে আগামী দিনে আরও ভাল করে হস্তশিল্পের কাজ করা যাবে। এই প্রয়াসের ফলে নিজেদের পায়ে দাঁড়িয়ে এই হস্তশিল্প চালিয়ে যেতে পারবেন বলে দাবি ছাত্রীদের। পুজোর আগে ছাত্রীরা নিজের পায়ে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছেন, তা দেখে এগিয়ে আসছেন বহু সাধারণ মানুষও।