মুর্শিদাবাদের বহরমপুরের নামী দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম গোরাবাজার ইয়ুথ সেন্টার দুর্গোৎসব কমিটি। এই বছর এই পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এবার তাঁদের ভাবনা বেনারস ঘাটের আদলে মণ্ডপ। থিমের নাম দেওয়া হয়েছে ‘নমামি গঙ্গে’। পুজো পরিদর্শনে এসে দর্শকদের কাছে বাড়তি পাওনা, ভাগীরথী নদীর উপর গঙ্গা আরতি। তা দেখতে সাধারণ মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন।
advertisement
পুজোর উদ্যোক্তা অনির্বাণ সাহা জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে ভাগীরথী গঙ্গা নদী বয়ে গিয়েছে। কিন্তু এই নদী বেশ দূষিত। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের মাধ্যমে গঙ্গা পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই আমাদের পুজো কমিটির উদ্যোগে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে।
বহরমপুরের এই পুজো প্যান্ডেলে ঢুকলেই দেখা যাবে কীভাবে আমরা পবিত্র গঙ্গা নদীকে অপরিচ্ছন্ন করে তুলি। চিত্র অঙ্কনের মধ্যে দিয়ে এই মণ্ডপে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের কাছে গঙ্গাকে পরিষ্কার রাখার বার্তা পৌঁছে দিতে চায় এই কমিটি। সেই সঙ্গেই বেনারসের ঘাটে যেভাবে গঙ্গা আরতি করা হয় সেভাবেই এখানে সন্ধ্যাবেলা গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। এটি পুজোর অন্যতম মূল আকর্ষণ। গঙ্গাপাড়ের আসল পরিবেশ ফুটিয়ে তোলার জন্য পুজো প্রাঙ্গণের চারপাশ বিশেষ আলোকসজ্জায় সাজানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগত দর্শকরা জানিয়েছেন, বেনারসের আদলে গঙ্গা আরতি থিমের দুর্গাপূজা মণ্ডপগুলি বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে সাজানো হয়েছে। গঙ্গা ঘাটের মতো পরিবেশে আরতি ও কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। এই মণ্ডপগুলিতে বেনারসের ঐতিহ্যবাহী দৃশ্য এবং আধ্যাত্মিক আবহ তৈরি করা হয়েছে, যা দর্শকদের বারাণসীর পরিবেশে নিয়ে যায় এবং দুর্গাপুজোর আনন্দকে এক অন্য মাত্রা দেয়।