উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ব্রাহ্মণচক নেতাজী সংঘের পূজোয় মণ্ডপসজ্জা করা হয়েছে রাজস্থানের এক রাজবাড়ি ও মন্দিরের আদলে। শিল্পীদের নিপুণ হাতের কারুকাজে গড়ে উঠেছে প্রায় ৭০ ফুট উঁচু মণ্ডপ, যা ইতিমধ্যেই এলাকায় বিরাট আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আরও পড়ুন : থিমে টেক্কা দেওয়ার যুগে ব্যতিক্রম এই পুজো! এখনও মিলেমিশে এখানে হয় উৎসব! ২০ গ্রামের একটাই পুজো, দেখে আসুন
advertisement
মণ্ডপের বাইরের সৌন্দর্যের পাশাপাশি প্রতিমায় ফুটে উঠেছে শিল্পীর রঙিন ছোঁয়া। কাশফুলের আবহে আগমনী সুরে দেবী দুর্গার আবির্ভাব যেন জীবন্ত হয়ে উঠেছে। রাজকীয় শৈলী আর আধ্যাত্মিকতার মেলবন্ধন ভরিয়ে তুলেছে পুরো পরিবেশ। গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত সুন্দরবন এলাকার এই পূজোকে ঘিরে বছরের পর বছর ধরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো উদ্যোক্তা মৃত্যুঞ্জয় মণ্ডল জানান, আমাদের লক্ষ্য ছিল এমন এক থিম তৈরি করা যাতে গ্রাম্য মানুষও রাজকীয় পরিবেশের স্বাদ পান। দর্শনার্থীরা এলে শুধু প্রতিমাই নয়, মণ্ডপের প্রতিটি কারুকার্য দেখে বিস্মিত হবেন।” এবারের পূজো তাই শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, শিল্প ও সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন হয়ে উঠছে।