গোলবাজার এলাকার বাসিন্দা আকাশ ঘোষ নিজেই হাতেই গড়ে তুলেছেন এক অভিনব প্রতিমা। প্রশিক্ষণ না থাকলেও ছবি আঁকা ও মূর্তি তৈরি করার প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি শুরু করেছিলেন প্রতিমা গড়া। আর সেই প্রতিমাই এখন এলাকার নজর কাড়ছে। আকাশের পরিবার আর্থিকভাবে খুব বেশি সচ্ছল না হলেও, তাঁর প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছে বাবা-মা, দিদিও।
advertisement
আরও পড়ুন: শিয়ালদহ বনগাঁ শাখায় বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল, প্রবল বিপাকে যাত্রীরা
বাড়ির সামনেই দোকানে বসে ফাঁকা সময়ে তিনি তৈরি করেছেন প্রতিমাটি। এক মাসেরও বেশি সময় ধরে মাটিসহ পুরনো কাপড় ব্যবহার করে আকাশ গড়ে তুলেছেন দেবীমূর্তি। ফেলে দেওয়া কাপড় ব্যবহার করায় এই প্রতিমার মধ্যে পরিবেশ সচেতনতারও বার্তা ফুটিয়ে তুলছেন শিল্পী। দুই ফুট উচ্চতা ও প্রায় তিন ফুট চওড়া এই প্রতিমার ওজন হয়েছে মাত্র ৫০০ গ্রামের মতো। ইতিমধ্যেই প্রতিমায় চক্ষুদান সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: পুজোর মধ্যেই ফের ঘূর্ণাবর্ত! রাজ্যে প্রবল বৃষ্টি হবে পুজোর এসব দিন, দেখুন ভিডিও
আকাশের কথায়, পুরনো জিনিস দিয়েও নতুন কিছু তৈরি করা সম্ভব। শিল্পের মধ্যে দিয়েই সেই বার্তাই পৌঁছে দিতে চাই। আর মাত্র কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে প্রতিমার সাজসজ্জা। ছাত্রের তৈরি এই প্রতিমা দেখতে এখন ভিড় জমছে গোলবাজারে তার দোকানের সামনে। পরবর্তীতে এই প্রতিমা নিয়ে বিশেষ ভাবনাচিন্তা রয়েছে শিল্পীর বলেও জানান।
Rudra Narayan Roy





