বহরমপুর পুরাতন কান্দি বাসস্ট্যান্ড দুর্গাপুজো কমিটির পুজো ৪৮ তম বর্ষে শহরবাসীকে চমক দিতে চলেছে। হাটকেশ্বর শিব মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপসজ্জা। ক্লাব প্রাঙ্গনে চলছে মূর্তি বানানোর কাজ। সেই কাজ প্রায় শেষের দিকে।
advertisement
দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসব ঘিরে হয় প্রচুর আয়োজন। আলোর রোশনাই ভরিয়ে তোলে চারিদিক। পুজোর গন্ধে ভরে ওঠে বিভিন্ন প্রান্ত। জানা যাচ্ছে, এবার মুর্শিদাবাদের এই কমিটির পুজোয় আলোকসজ্জা এবং লেজার লাইট শো করা হবে। দিনরাত এক করে চলছে মণ্ডপসজ্জার কাজ।
জানা গিয়েছে, এই পুজোকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই ক্লাবের পুজোর উদ্বোধনে হেভিওয়েট নেতা বা তারকাদের আনার প্রক্রিয়া শুরু করেছেন বলেও কর্মকর্তারা জানিয়েছেন। তবে কারা আসবেন তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। চতুর্থীর দিনেই মণ্ডপসজ্জা উদ্বোধন করা হবে। একাদশী পর্যন্ত এই পুজো মণ্ডপে লক্ষাধিক ভক্তদের সমাগম হবে বলে মনে করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্লাব কর্মকর্তা ভীস্মদেব কর্মকার জানান, মায়ের আগমন উপলক্ষে চারদিকে সাজো সাজো রব। প্রতি বছর থিম পুজোর মধ্যে মুর্শিদাবাদের অন্যান্য বড় ক্লাবগুলির মতো পুরাতন কান্দি বাসস্ট্যান্ড ক্লাবও নজর কাড়ে। বেশ কয়েকবার জেলার সেরা পুজোগুলির মধ্যে ওই পুজো স্থান পেয়েছে। তাই এবারও বড় চমকের জন্য অপেক্ষা করছেন বহরমপুর শহরবাসী।