হুগলি চুঁচুড়া পুরসভার বেশ কয়েকটি গঙ্গার ঘাটে দশমী থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। অন্নপূর্ণা ঘাটে হাইড্রা মেশিন দিয়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে পুরসভা। বড় বড় প্রতিমা দড়ি বেঁধে হাইড্রায় ঝুলিয়ে গঙ্গায় নামানো হচ্ছে। এরপর জল দিয়ে প্রতিমা ধুয়ে কাঠামো উপরে তুলে রাখা হচ্ছে।
আরও পড়ুন : ফ্যানবেস দেখলে মাথা ঘুরবে, মুগ্ধ প্রসেনজিৎ, শিলাজিত! খুদে মাতিয়ে দিচ্ছে সমাজমাধ্যম, ভিডিও দিলেই ভাইরাল
advertisement
কিন্তু যে ঘাটে হাইড্রা নেই, সেই ঘাটগুলিতে প্রতিমা নামিয়ে মাটি ধুয়ে খড় কাঠামো তোলা হয়নি। ফলে গঙ্গায় পড়ে রয়েছে কাঠামোগুলি। রঙ গলে জলে মিশছে। এতে গঙ্গায় দূষণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। পাশাপাশি অপচনশীল পুজোর সামগ্রী নির্দিষ্ট জায়গায় না ফেলার ফলে দূষণ বাড়ছে।
আরও পড়ুন : কোথায় বিষাদ, কোথায় দুঃখ! এখানে তো সবে শুরু! দশমীতে বিদায় নয়, বরং বোধন হয় দেবীর
যদিও পুরসভা সূত্রে জানা গিয়েছে, অনেক রাত পর্যন্ত বিসর্জন হয়েছে। তাই সব ঘাটে কাঠামো তোলা যায়নি। এদিন শুক্রবারও বিসর্জন চলবে। তারপর পুরসভার কর্মীরা ধীরে ধীরে সব কাঠামো তুলে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে রাখবেন। ফলে দূষণ নিয়্ত্রণ করা সম্ভব হবে। তবে দূষণ রুখতে সাধারণ মানুষের সচেতন হওয়া প্রয়োজনীয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।