TRENDING:

অসচেতনতার চরম নজির! নিষেধাজ্ঞার বোর্ড লাগানো, 'থোড়াই কেয়ার' মনোভাব নিয়ে পুজোর সামগ্রী ফেলা হচ্ছে গঙ্গায়

Last Updated:

Durga Puja 2025 : উৎসব শেষে মানুষের অসচেতন মনোভাব। গঙ্গা দূষণ নিয়ে চোখের সামনে সতর্কবার্তার বোর্ড, অথচ নির্দেশিকা মানার বালাই নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষ : ‘গঙ্গায় ফুল, বেলপাতা, পুজা সামগ্রী ফেলবেন না’। বড় বড় অক্ষরে লেখা গঙ্গা ঘাটে। তারপরও দেখা গেল ফুল, মালা, বেলপাতা, পুজো সামগ্রী তো বটেই, প্রতিমার কাঠামো, খড়, দড়ি ভাসছে জলে। উৎসবের আনন্দে মানুষের চূড়ান্ত অসচেতন মনোভাব ধরা পড়েছে।
গঙ্গায় প্রতিমা নিরঞ্জন।
গঙ্গায় প্রতিমা নিরঞ্জন।
advertisement

হুগলি চুঁচুড়া পুরসভার বেশ কয়েকটি গঙ্গার ঘাটে দশমী থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। অন্নপূর্ণা ঘাটে হাইড্রা মেশিন দিয়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করেছে পুরসভা। বড় বড় প্রতিমা দড়ি বেঁধে হাইড্রায় ঝুলিয়ে গঙ্গায় নামানো হচ্ছে। এরপর জল দিয়ে প্রতিমা ধুয়ে কাঠামো উপরে তুলে রাখা হচ্ছে।

আরও পড়ুন : ফ্যানবেস দেখলে মাথা ঘুরবে, মুগ্ধ প্রসেনজিৎ, শিলাজিত! খুদে মাতিয়ে দিচ্ছে সমাজমাধ্যম, ভিডিও দিলেই ভাইরাল

advertisement

কিন্তু যে ঘাটে হাইড্রা নেই, সেই ঘাটগুলিতে প্রতিমা নামিয়ে মাটি ধুয়ে খড় কাঠামো তোলা হয়নি। ফলে গঙ্গায় পড়ে রয়েছে কাঠামোগুলি। রঙ গলে জলে মিশছে। এতে গঙ্গায় দূষণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। পাশাপাশি অপচনশীল পুজোর সামগ্রী নির্দিষ্ট জায়গায় না ফেলার ফলে দূষণ বাড়ছে।

আরও পড়ুন : কোথায় বিষাদ, কোথায় দুঃখ! এখানে তো সবে শুরু! দশমীতে বিদায় নয়, বরং বোধন হয় দেবীর 

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও পুরসভা সূত্রে জানা গিয়েছে, অনেক রাত পর্যন্ত বিসর্জন হয়েছে। তাই সব ঘাটে কাঠামো তোলা যায়নি। এদিন শুক্রবারও বিসর্জন চলবে। তারপর পুরসভার কর্মীরা ধীরে ধীরে সব কাঠামো তুলে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে রাখবেন। ফলে দূষণ নিয়্ত্রণ করা সম্ভব হবে। তবে দূষণ রুখতে সাধারণ মানুষের সচেতন হওয়া প্রয়োজনীয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অসচেতনতার চরম নজির! নিষেধাজ্ঞার বোর্ড লাগানো, 'থোড়াই কেয়ার' মনোভাব নিয়ে পুজোর সামগ্রী ফেলা হচ্ছে গঙ্গায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল