দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো। বিগত কয়েক বছরে এই মণ্ডপ জায়গা করে নিয়েছে দর্শনার্থীদের মান্ট ভিজিটের তালিকায়। চলতি বছরে এই মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। ফলে দর্শকদের বাড়তি উৎসাহ রয়েছে এই মণ্ডপকে কেন্দ্র করে। কিন্তু চতুর্থীর দুর্যোগে ভেঙে পড়ল আলোকসজ্জার তোরণ।
আরও পড়ুন : একই পরিবারের পুজো, অথচ দেখতে পাবেন তিন জেলায়! এক বাড়িতে এসেছিলেন নেতাজিও! পুরোটা জানুন
advertisement
লাইটের গেট ভেঙে পড়ে চতুর্থীর দুপুরেই। বন্ধ হল যান চলাচল। ঘটনাস্থলে গিয়েছে নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে এই বছর গড়ে তোলা হয়েছে শঙ্করপুরের দুর্গাপুজো মণ্ডপ। ফলে দর্শনার্থীদেরও ভিড় জমতে শুরু করেছে। কিন্তু তারমধ্যেই বৃষ্টি পুজো পণ্ড করতে উঠেপড়ে লেগেছে। আর তারমধ্যেই ভেঙে পড়ল লাইটের গেট।
আরও পড়ুন : কাশীপুর রাজবাড়ির গন্ধ পাবেন এখানে! ক্ষত্রিয় যোদ্ধাদের ঘরের কাছে এসেছিলেন দেবী! কীভাবে শুরু জানলে চমকে যাবেন
মণ্ডপে যাওয়ার রাস্তার মাঝে আলোকসজ্জার জন্য বিশাল লাইটের গেট দাঁড় করানো হয়েছিল। কিন্তু দুপুর গড়াতেই হঠাৎ দুর্যোগ নেমে আসে দুর্গাপুরে। ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টিতে হঠাৎই ভেঙে পড়ে যায় সেই গেটটি। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে আবহাওয়ার এমন রূপ দেখে, পুজো কেমন কাটবে তা নিয়ে আশঙ্কা করছেন সকলেই।