আরও পড়ুনঃ আর লাগবে না কাড়ি কাড়ি টাকা! রেল যোগাযোগ ব্যবস্থায় নর্থ-ইষ্ট সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা!
বর্ধমান শহরের বড় পুজো গুলোর মধ্যে অন্যতম পুজো ঘোড়দৌড় চটি সার্বজনীন দুর্গোৎসব। এ বছরে তাঁদের তিন ভাবনা ভক্তিতেই মুক্তি। ২২ লক্ষ টাকা খরচে প্রায় আড়াই মাস ধরে এই মন্ডপ গড়ে উঠেছে। থিমের নেপথ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার গোবর ডাঙার শিল্পীরা। তারাই তাদের নিপুন হাতের জাদুতে ফুটিয়ে তুলেছেন মন্ডপ শয্যার কাজ ।ফেলে দেওয়া জিনিস দিয়ে রূপ দেওয়া হয়েছে এই মন্ডপের।পাশাপাশি মন্ডপ জুড়ে দেওয়া হয়েছে নানান সচেতনতা মূলক ব্যানার।পুজো উদ্যোক্তারা জানান, ৬৭ বছরের এই পুজোর এবারের থিম ভক্তিতেই মুক্তি,তিনি বলেন,আমারা দৈনন্দিন জীবনে অনেক সমস্যাই পরি, যত দিন আসছে আমরা সংগ্রাম অতিক্রম করে একটা জায়গায় যাচ্ছি। ঈশ্বরের প্রতি যে ভক্তি সেটা আলাদা একটা সাহস জোগায় পাশাপাশি অশুভ শক্তিকে নাশ করতে ঈশ্বরের শরণাপন্ন হই। ঈশ্বরের প্রতি ভক্তি আর মনের ইচ্ছা শক্তি না থাকলে কোন যুদ্ধই জয় করা সম্ভব নয়।তাই এবছরের থিমের নাম ভক্তিতেই মুক্তি।
advertisement
ভক্তিতেই মুক্তি—এই থিমের মাধ্যমেই পুজো উদ্যোক্তারা মনে করিয়ে দিচ্ছেন, জীবনের সমস্ত প্রতিকূলতা ও সংগ্রাম অতিক্রম করার জন্য ঈশ্বরের প্রতি ভক্তি এবং মনের ইচ্ছা শক্তি একান্ত প্রয়োজন। যেমনভাবে দুর্গা বিনাশ করেন অশুভ শক্তিকে, তেমনি ভক্তি আমাদের জোগায় এগিয়ে চলার সাহস। মন্ডপে যেমন ফুটে উঠেছে শিল্পের এক ভিন্ন আঙ্গিক, তেমনই মণ্ডপজুড়ে সচেতনতামূলক ব্যানারগুলি দেবে এক সামাজিক বার্তা।