বারুইপুর থানায় পুজো নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস, থানার আইসি সৌম্যজিৎ রায় ছিলেন। ডাকা হয়েছিল বারুইপুর বিদ্যুৎ ও দমকল বিভাগকেও। এছাড়া বারুইপুরের প্রায় ২৭০টির বেশি পুজো কমিটির লোকজন ছিলেন।
আরও পড়ুন : জঙ্গলের প্রাচীন দুর্গাপুজো! আদিবাসীরা করেন দেবী দুর্গার আরাধনা, মন্ত্রোচ্চারণ হয় অলচিকিতে
advertisement
বৈঠকে বলা হয়, প্রতি মণ্ডপে পুজো কমিটি নিযুক্ত ভলান্টিয়ার বেশি করে মোতায়েন করতে হবে। তাঁদের গলায় আই কার্ড ঝুলিয়ে রাখতে হবে। মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক। এছাড়াও মণ্ডপে প্রতিমার জায়গায় তিন-চারটি ক্যামেরা বসাতেই হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অগ্নিনির্বাপক মেশিন মণ্ডপে রাখতে হবেই। মজুত রাখতে হবে পর্যাপ্ত বালি ও জল। পাশাপাশি, মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও বাইরে বেরনোর পথ বড় করতে বলা হয়েছে। বয়স্ক মানুষদের জন্য আলাদা করে মণ্ডপে প্রবেশের ব্যবস্থা করতে হবে। তাঁদের জন্য মণ্ডপের ভিতর যেন বসার ব্যবস্থা থাকে, তাও দেখতে বলা হয়েছে।