দক্ষিণ ভারতের কেরালার তিরুবনন্তপুরম জেলার বিখ্যাত শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে তাদের প্যান্ডেল। চোখ ধাঁধানো এই প্যান্ডেল সাজিয়েছেন নদীয়ার শিল্পী। বাজেট? শুনলে অবাক হবেন, প্রায় ৫০ লক্ষ টাকা! সবুজ সংঘের সদস্য জয়মাল্য ঘোষ বলেন, “প্রত্যেক বছরই আমরা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি, সেরকমই এবারও করেছি। পুরোটাই পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সাজানো হয়েছে। পরিবেশ সচেতনতার একটা বার্তাও দিতে চাইছি শহরবাসীকে। আমাদের কার্নিভালেও চমক থাকবে।”
advertisement
আরও পড়ুন : পুজোর বাজেট মাত্র ২ লক্ষ, তাতেই কিস্তিমাত পুজো কমিটির! থিম ফিরিয়ে দিচ্ছে জোড়া নস্টালজিয়া
এটা সবুজ সংঘের ৪২তম বর্ষের পুজো। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই রাজকীয় প্যান্ডেল দেখতে। বাইরে আলোর ঝলকানি আর ভেতরে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের অনবদ্য ছোঁয়া। দর্শনার্থীরা প্যান্ডেল দেখে বলছেন, তাঁরা যেন সত্যিই কেরালায় পৌঁছে গিয়েছেন। শুধু সাজসজ্জা নয়, দর্শনার্থীদের নিরাপত্তার দিকেও রয়েছে বিশেষ নজর। আয়োজকরা রেখেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থা, যাতে উৎসবের আনন্দে কোনও ভাঁটা না পড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরের মানুষ থেকে বাইরের অতিথি সবাই একবার হলেও ছুটে আসছেন বর্ধমানের সবুজ সংঘে। অনেকেই বলছেন এবারের দুর্গাপুজোর সবচেয়ে বড় আকর্ষণ এটাই। সবমিলিয়ে দক্ষিণ ভারতের রাজকীয় স্বাদ এবার পাচ্ছেন বর্ধমান শহরের বুকে! পরিবার বন্ধুদের নিয়ে যেতেই পারেন এই পুজোপ্যান্ডেল দেখার জন্য।