এবার পুজোয় ‘আড়ম্বরে ভুলোনা ভাই, সরকারি স্কুলের বিকল্প নাই,’ শিরোনামে অভিনব থিম ভাবনা ছাতনার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যদের। ১৭ তম বর্ষে ১০ লক্ষ টাকা বাজেটে একটি মডেল স্কুলের আদলে এই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: পেশায় বই বিক্রেতা, তবে নেশায়…! সখের বশে কী না করেন! জানলে চমকে যাবেন
advertisement
বাঁকুড়ার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি দুলাল ব্যানার্জী বলেন, ‘সরকারি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।’ শিশুর স্বাস্থ্যে যেমন মাতৃদুগ্ধের কোনও বিকল্প নেই, ঠিক তেমনই শিশুর শিক্ষাব্যবস্থায় সরকারি স্কুলের কোনও বিকল্প নেই বলে মত পুজো উদ্যোক্তাদের। এবিষয়ে সরকারি স্কুলের প্রতি অভিভাবকদের দৃষ্টি ফেরাতেই এই উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মণ্ডপ নির্মাণের দায়িত্বে আছেন করণবীর সিং। তিনি বলেন, দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দর্শক সাধারণকে অতিতের স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যেতে দিন রাত এক করে তারা কাজ করছেন বলে জানান। পুজোর থিমের মাধ্যমে উঠে আসছে নস্টালজিক সরকারি স্কুল।