কল্যাণী রথতলার ৬২তম দুর্গাপুজো দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে। এই বছর মণ্ডপ নির্মাণে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত স্বামী নারায়ণ মন্দির থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। অশোকনগরের শিল্পী মনোজ বালা ও তাঁর টিম এই চমকপ্রদ মণ্ডপ তৈরি করেছেন। প্রতিমা নির্মাণে নিপুণতা দেখিয়েছেন হলদিয়ার সুভাষ জানা।
advertisement
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে নদিয়ার কল্যাণীর এই পুজোর সূচনা হয়। উদ্বোধনের পরদিন মণ্ডপে কিছু কারিগরি কাজ বাকি থাকায় একদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। তবে সেই সময় অনেক দূর থেকে আগত দর্শনার্থীদের নিরাশ না করে তাঁদের মণ্ডপ ও প্রতিমা দর্শনের সুযোগ করে দেয় পূজা কমিটি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কমিটির সদস্যদের কথায়, উদ্বোধনের আগেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছিল। বর্তমানে রাজ্যের বাইরে থেকেও বহু দর্শনার্থী এই শিল্পকর্ম দেখতে আসছেন। প্রবীণ নাগরিকদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকাও প্রশংসনীয়। দিনে কিছুটা যানজট হলেও রাতে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা রাস্তাঘাট সচল রাখতে তৎপর রয়েছেন। এই ব্যতিক্রমী থিম ও সুন্দর ব্যবস্থাপনার জন্য রথতলার দুর্গাপুজো এই বছর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।