স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার তিন যুবক চোপড়া এলাকায় ঠাকুর দেখতে গিয়েছিলেন। চোপড়ার শীতলাগাঁও এলাকার বাসিন্দা তাঁরা। পুজো দেখে বাড়ি ফেরার পথে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর ভাবে জখম হয় দুটি বাইকে থাকা ছ’জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ পুজোয় দেদার খানাপিনায় গলা-বুক জ্বলছে? গলা বেয়ে উঠছে টক ঢেঁকুর! রইল ৩০ সেকেন্ডের টোটকা
আরও পড়ুনঃ কলকাতার একেবারেই কাছে এই সমুদ্রতট! সঙ্গীর সঙ্গে নির্জন দ্বীপে সময় কাটাতে ঘুরে আসুন
পুলিশ এবং স্থানীয়রা জখম আরোহীদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক থাকায় তাঁদের সময় নষ্ট না করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। কীভাবে এই সাঙ্ঘাতিক দুর্ঘটনা ঘটল? তাঁরা মদ্যপ ছিলেন কিনা দুর্ঘটনার সময়? এসবই খতিয়ে দেখা হচ্ছে।