TRENDING:

Durga Puja 2024: ৫৩ বছরের পুজোয় গ্রামে এই প্রথম থিমের মণ্ডপ! খুশির আমেজ বাসীন্দাদের মনে

Last Updated:

৫৩ বছরের পুজোয় প্রথম থিম, ' পরীর দেশে ' থিমের মণ্ডপ, গ্রামের একাধিক পুজো অনুষ্ঠিত হলেও এই পুজো অন্যতম, গ্রামে থিমের মণ্ডপ এই প্রথম। ফলে এবারের পুজো একটু অন্য স্বাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ৫৩ বছরের পুজোয় প্রথম থিম, ‘পরীর দেশে’ থিমের মণ্ডপ। গ্রামের একাধিক পুজো অনুষ্ঠিত হলেও এই পুজো অন্যতম। গ্রামে থিমের মণ্ডপ এই প্রথম। ফলে এবারের পুজো একটু অন্য স্বাদের। প্রতিবছর ষষ্ঠী থেকে পুজোর আনন্দ ছোটদের উৎসাহ। কিন্তু এবার সেই ছবিতে বদল। পুজোর কয়েকদিন আগে থেকে আরও বেশি উন্মাদনা মানুষের মধ্যে। অর্ধ শতবর্ষ পেরিয়েছে এই পুজোর বয়স, ফলে এই পুজোর প্রতি স্থানীয় মানুষের আবেগ এক অন্য মাত্রায়। দীর্ঘদিনের পুজোর যে রীতি, যে মণ্ডপ বা প্রতিমা তার মধ্যে দারুণ পরিবর্তন এবার।
advertisement

আরও পড়ুনঃ এক ‘সবজিতেই’ ঘায়েল ডায়াবেটিস! নিমেষে পাবেন ৭ ঘোড়ার শক্তি, আর যা-যা হবে…কল্পনাও করতে পারবেন না

প্রায় দেড় দুই মাস আগে থেকে মণ্ডপ সজ্জার প্রস্তুতি। এবার শুরু থেকে আরও বেশি গ্রামের মানুষের মধ্যে আগ্রহ তো ছিলই। বিগত বছরগুলিতে যেভাবে প্রস্তুতি তার থেকে কয়েক গুণ আরম্ভর পূর্ণ ছিল এবারের প্রস্তুতি। রূপকথার গল্প ‘ পরীদের দেশে ‘ সেজে উঠছে মণ্ডপ। গ্রামের ৮ থেকে ৮০ বছর মানুষের মধ্যে দারুন উৎসাহ এবারের মণ্ডপ সজ্জা কেন্দ্র করে। বিগত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে যেমন দর্শনার্থীদের ঢল নেমেছে মণ্ডপে। তেমনি এবার চতুর্থী থেকে মণ্ডপে দর্শক আগমন। অন্যান্য বছর গ্রামে ষষ্ঠী বা সপ্তমী থেকে মণ্ডপ মুখী হয় দর্শনার্থী। কিন্তু এবার তার আগেই পুজো পরিক্রমায় গ্রামের মানুষ।

advertisement

View More

পুজো উপলক্ষে কান্দুয়া মহাকালী তরুণ সংঘের নানা অনুষ্ঠান থাকে প্রতিবছর। একই সঙ্গে পুজোর দিনগুলিতে হাজার হাজার মানুষের জন্য অন্নকূটের আয়োজন। এই রীতি দীর্ঘদিনের। এবার কান্দুয়া মহাকালী তরুণ সংঘ পরিচালিত পুজো সাঁকরাইল ব্লকের অন্যতম পুজোর সম্মান পেয়েছে। দর্শকদের যেভাবে আগ্রহ এই থিমের মণ্ডপকে কেন্দ্র করে। তাতে আগামী বছর আরও আকর্ষণীয় মণ্ডপ হতে চলেছে। তা প্রায় স্পষ্ট উদ্যোক্তাদের মধ্যে।এ প্রসঙ্গে পুজো উদ্যোক্তাদের কথায় জানা যায়, অর্ধশতবর্ষ পেরিয়ে পুজোয় প্রথম এবার থিম। এবার শুরুতে সদস্যদের মধ্যে চাপ তো ছিলই। তবে যেভাবে মানুষের উপস্থিতি তাতে পরিশ্রম সার্থক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: ৫৩ বছরের পুজোয় গ্রামে এই প্রথম থিমের মণ্ডপ! খুশির আমেজ বাসীন্দাদের মনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল