TRENDING:

Durga Puja 2024: থিমের চমকে বড় শহরের পুজোকে টেক্কা দেবে জেলার পুজো!

Last Updated:

জেলা জুড়ে একাধিক বিগ বাজেটের পুজোয় বিভিন্ন ধরনের থিম ফুটে উঠেছে। কোথাও বৃন্দাবনের প্রেম মন্দির। কোথাও আবার এক টুকরো রাজস্থান। জেলা জুড়ে বিগ বাজেটের পুজো প্যান্ডেলে সাধারণ মানুষের উৎসবের উচ্ছ্বাস। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: বাঙালি দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা। শুধু বড় শহর নয়, জেলাগুলিতেও উৎসবের মেজাজ ও রঙ ধরা পড়েছে। বর্তমান সময় এবার দুর্গা পুজো মানে বড় শহর থেকে ছোট শহর ছোট শহর থেকে মফসল থেকে গ্রাম সর্বত্রই থিমের ছড়াছড়ি। জেলা জুড়ে একাধিক বিগ বাজেটের পুজোয় বিভিন্ন ধরনের থিম ফুটে উঠেছে। কোথাও বৃন্দাবনের প্রেম মন্দির। কোথাও আবার এক টুকরো রাজস্থান। জেলা জুড়ে বিগ বাজেটের পুজো প্যান্ডেলে সাধারণ মানুষের উৎসবের উচ্ছ্বাস।
advertisement

তমলুক মহাকুমার নন্দকুমার এর এন এস সি সি ক্লাব এর দুর্গা পুজো অন্যতম বিগ বাজেটের পুজো। ২০২৪ সালে তাদের পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। এই পুজোর এবারে থিম রাজস্থানের লোকশিল্প। এই থিমের মণ্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের মন কেড়েছে। এই পুজো থিমসজ্জায় হয়েছে প্রখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ভাবনায়। রাজস্থানী ঘরানার ধাঁচে মণ্ডপ ও প্রতিমা দেখতে প্রতিদিন সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। অন্যদিকে তমলুক মহাকুমার পাঁশকুড়ার মেচগ্রাম ছাত্রদল ও ব্যবসায়ী বৃন্দের পুজো জেলার অন্যতম বিগ বাজেটের পুজো। তাদের এবারের থিম মায়াজাল। এই মণ্ডপ ও থিম সজ্জা গৌরাঙ্গ কুইল্যার ভাবনায়। এই পুজো কমিটির এবারের বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা।

advertisement

আরও পড়ুনDurga Puja 2024: থিম কী, দেখে বোঝার উপায় নেই! বারো মাসে তেরো পার্বনে সেজে উঠেছে মণ্ডপ

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিগ বাজেটের পুজো কাঁথি শহরের কাঁথি ইয়ুথ গিল্ড ক্লাবের দুর্গাপুজো। তাদের এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। দুর্গা পুজোর মণ্ডপটি তৈরি হয়েছে, প্রেম মন্দিরের আদলে মন্ডপের ভিতরের কারুকার্য শ্রী কৃষ্ণের জীবন কাহিনীর প্রতিচ্ছবি চিত্রিত করা হয়েছে। এর পাশাপাশি মন্ডপের বাইরে ও শ্রীকৃষ্ণের লীলা তুলে ধরা হয়েছে। এই মন্ডপ ইতিমধ্যেই জেলার সাধারণ মানুষের মনে ধরেছে। প্রতিদিনই হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে এই মন্ডপ ও প্রতিমা দর্শন করছে।

advertisement

View More

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে নানান থিমের মণ্ডপ সাধারণ মানুষের মনে ধরেছে। জেলা জুড়ে সাধারণ দর্শনার্থীদের সুরক্ষা দিতে রাস্তায় পুলিশ প্রশাসনের তৎপরতা চূড়ান্ত। উৎসব আবহে সম্প্রতি ঘটে যাওয়া নানান ঘটনার পাশাপাশি বন্যা মানুষের মন থেকে মুছে যায়নি। বিভিন্ন ক্লাবকর্তারা পুজোর দিনগুলিতে নানান অনুষ্ঠানের পাশাপাশি বন্যার্তদের সেবায়ও নিয়োজিত রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সৈকত শী

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: থিমের চমকে বড় শহরের পুজোকে টেক্কা দেবে জেলার পুজো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল