TRENDING:

Durga Puja 2024: কন্যা-নারী, তুমিই অনন্যা! নারীশক্তিকে উদযাপনের মাধ্যমে দুর্গার আরাধনা ঝাড়গ্রামের পুজোয়

Last Updated:

Durga Puja 2024: কন্যাভ্রুণ হত্যা রোধ করে নারী-পুরুষের সমান অধিকার বজায় রাখতে ঝাড়গ্রামের গিধনী পূর্বাশা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : নারী পুরুষের সমান অধিকার। তাই এই সমাজে পুরুষের যতটা বাঁচার অধিকার রয়েছে ঠিক ততটাই নারীরও বাঁচার অধিকার রয়েছে। সমাজের কাছে এই বার্তা তুলে ধরেছে দুর্গোপুজো কমিটির উদ্যোক্তারা।
advertisement

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনি এলাকার গিধনি পূর্বাশা সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পুজোর এইবারের থিম নারী শক্তি। এই থিমের মধ্য দিয়ে পুজোর উদ্যোক্তারা কন্যা ভ্রুণ হত্যার বিরোধিতা করে মণ্ডপ প্রাঙ্গণ সাজিয়ে তুলেছেন। বর্তমানে অনেকেই চুপিসারে গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ পরীক্ষা করে থাকেন। বেআইনি এই কাজ করে বহু মানুষ কন্যাভ্রুণ হত্যাও করে ফেলে। ফলে পৃথিবীর আলো দেখতে পায় না একটি নারী।

advertisement

আরও পড়ুন: পুজোর কোনদিন কোন রঙের শাড়ি পরলে খুলবে ভাগ্য? বলে দিলেন জ্যোতিষী, জানুন

কোনওভাবেই কন্যাভ্রুণ হত্যা করা যাবে না, তা আইনত দণ্ডনীয় অপরাধ এই ভাবনা মানুষের কাছে তুলে ধরেছে পুজো কমিটির উদ্যোক্তারা। পুজো কমিটির সম্পাদক শৈবাল আইচ ও সুমিত বিশাল বলেন, “স্বাধীনতার পূর্ব থেকে সমাজের অগ্রগতির জন্য নারীদের বিশেষ ভূমিকা রয়েছে। যা আগামী দিনেও থাকবে, তা আমরা মণ্ডপের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এই বছর আমাদের পুজোর থিম নারীশক্তি। আজকের দিনেও কন্যাভ্রুণকে হত্যা করা হচ্ছে, সেই হত্যা রোধ করতে হবে এবং নারী পুরুষের সমান অধিকার বজায় রাখতে হবে। এই বার্তা আমরা পুজো মণ্ডপের মধ্যে তুলে ধরেছি”।

advertisement

View More

আরও পড়ুন: পাইলসের ব্যথায় চোখে জল আসে? পাতে রাখুন এই ক’টা খাবার, অর্শ দূর হবে! জানালেন চিকিৎসক

পুজো মণ্ডপে নারী-পুরুষের সমান অধিকারের বার্তা স্থাপনের মধ্যে দিয়ে নারীশক্তির থিমের আদলের এই মণ্ডপ সমাজের কাছে এক অনন্য বার্তা বহন করছে। কোনও মতেই কন্যাভ্রুণ হত্যা করা যাবে না, তাদেরকেও পৃথিবীর আলো দেখতে দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: কন্যা-নারী, তুমিই অনন্যা! নারীশক্তিকে উদযাপনের মাধ্যমে দুর্গার আরাধনা ঝাড়গ্রামের পুজোয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল