TRENDING:

Durga Puja 2024: বোধনের আগেই বিসর্জনের প্রস্তুতি...! কোথায় ঘটল এমন ঘটনা? জানলে চমকে যাবেন

Last Updated:

Durga Puja 2024: বোধনের আগেই সীমান্তের দুই বাংলার বিসর্জনের প্রস্তুতি, দুই বাংলার বিসর্জন ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে একটি ফ্ল‍্যাগ মিটিং হল এদিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা : বোধনের আগেই সীমান্তের দুই বাংলার বিসর্জনের প্রস্তুতি, জিরো পয়েন্টে বিএসএফ-বিজিবি ফ্ল‍্যাগ মিটিং। টাকির মালপোয়া, ফুলের তোড়া ও আলিঙ্গন তথা ভাতৃত্ববোধ বিনিময়ের মধ্য দিয়ে ফ্লাগ মিটিং শুরু। ঐতিহ্যবাহী টাকির ইছামতি নদীর দুই বাংলার প্রতিমা নিরঞ্জন সম্প্রীতির সংস্কৃতি বহন করে চলেছে বছরের পর বছর।
advertisement

ইছামতি নদীর বিসর্জন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি বহু পর্যটকদের ঢল নামে নদীর পাড়ে। বসিরহাট মহকুমার টাকি পৌরসভার দুই বাংলার বিসর্জন ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে একটি ফ্ল‍্যাগ মিটিং হল এদিন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও হাসনাবাদ মোঃ ওমর আলী মোল্লা ,আইসি গোপাল বিশ্বাস, টাকির ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিনোদ কুমার-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন-    অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

ওপার বাংলা থেকে এসেছিলেন সাতজনের বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা। এদিন বিসর্জনের চূড়ান্ত দিন চলতি মাসের ১৩ই অক্টোবর রবিবার ইছামতি নদীর বিসর্জন হবে। এবার বাংলাদেশের প্রতিমা ও পর্যটকদের নৌকা নামবে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের দেশের নিরাপত্তার স্বার্থে নদীর মাঝ বরাবর নদীর সীমানায় দড়িদিয়ে লঞ্চ লাগিয়ে অস্থায়ী বর্ডার তৈরি হয়। কেউ কারও সীমান্ত অতিক্রম করবে না। কিন্তু দুই বাংলার প্রতিমা বিসর্জন হবে।

advertisement

View More

আরও পড়ুন-       শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সীমান্ত সুরক্ষায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই দেশের নিরাপত্তা সুরক্ষা একেবারে কঠোর থেকে কঠোরতম করা হবে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। ড্রোন, বাইনোকুলার ও সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে সীমান্ত সুরক্ষা নজর রাখবে বিএসএফের পক্ষ থেকে। কোনওরকম ভাবে নিয়ম এর ব‍্যতিক্রম যাতে না ঘটে তার সব রকম ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। টাকির ইছামতি নদীর বিসর্জন দেখতে দেশ-বিদেশের বহু পর্যটকরা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই টাকির হোটেলগুলোতে ভিড় জমান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: বোধনের আগেই বিসর্জনের প্রস্তুতি...! কোথায় ঘটল এমন ঘটনা? জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল