TRENDING:

Durga Puja 2024: শক্তিরূপী দেবীর পুজোর মূল দায়িত্বে মাতৃ শক্তি! পুজোর থিমেও তার‌ই ছোঁয়া

Last Updated:

Durga Puja 2024: এবারে পুজোর থিমের মধ্যে দিয়ে উদ্যোক্তারা অভিনব বার্তা দিতে চাইছেন। তাই পুজো মণ্ডপের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে নারী শক্তিকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: তিনি স্নেহময়ী, মমতাময়ী। আবার তিনিই শক্তিরূপেণ সংস্থিতা! সেই শক্তির প্রতীক দেবীর আরাধনার মূল দায়িত্ব গত পাঁচ বছর ধরে সামলাচ্ছেন মহিলারা। দুর্গাপুরের বঙ্কিমচন্দ্র পুজো কমিটির যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন স্থানীয় মহিলারা। তাঁরাই এখানে দুর্গাপুজোর আয়োজন করেন। শিল্প শহরের এই পুজো মণ্ডপে এবার ফুটে উঠবে নারী শক্তির বার্তা।
advertisement

আরও পড়ুন: জমা জলের যন্ত্রণায় কাহিল, শেষে রাস্তা কেটে নিকাশির ব্যবস্থা নাগরিকদের

এই বছর ৪৮ তম বর্ষে পদার্পণ করছে বঙ্কিমচন্দ্র পুজো কমিটির এই দুর্গাপুজো। তবে এবারে পুজোর থিমের মধ্যে দিয়ে উদ্যোক্তারা অভিনব বার্তা দিতে চাইছেন। তাই পুজো মণ্ডপের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে নারী শক্তিকে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই থিম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন শহরের নাগরিকরা।

advertisement

প্রসঙ্গত, দুর্গাপুর শহরে আরও একাধিক বড় দুর্গাপুজো হয়। সেই দুর্গাপুজোগুলির থিম ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। কোথাও থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের পর্যটন কেন্দ্র, আবার কোথাও উঠে আসছে মার্কিন মুলুকের মন্দির। কিন্তু বঙ্কিমচন্দ্র পুজো কমিটির এই সামাজিক দায়িত্ববদ্ধতা তাদেরকে অন্যান্যদের থেকে ভিন্ন করে তুলেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
Siliguri News : ৯৯ বছরে আনন্দময়ী কালীবাড়ির পুজো! কখন শুরু হচ্ছে মায়ের আরাধনা জানুন
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: শক্তিরূপী দেবীর পুজোর মূল দায়িত্বে মাতৃ শক্তি! পুজোর থিমেও তার‌ই ছোঁয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল