প্রতিটি ঘরে থাকেন মা দুর্গা, সকাল থেকে রাত সংসারে যে সব জিনিসপত্র ব্যবহার করা হয় তা দিয়ে তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমা। তবে প্রত্যেকটি বস্তুর বিশেষ তাৎপর্য তুলে ধরেছেন শিল্পী। পরিবেশের কথা মাথায় রেখে বিভিন্ন বস্তু ব্যবহার করেছেন তিনি।
আরও পড়ুন : অবিকল সেই কালজয়ী কণ্ঠ যেন! মহালয়ায় কাউন্সিলরের চণ্ডীপাঠে মুগ্ধতা চরমে
advertisement
পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে শিল্পী তুলে ধরছে তার ভাবনা, এখানে অসুর বধ করতে সংসারে ব্যবহৃত হয় এমন সব সামগ্রী ব্রহ্মাস্ত্র হিসেবে তুলে ধরেছেন শিল্পী। প্রত্যেক বছর শিল্পী তপন পাল নতুনত্ব ছোঁয়ায় দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়েন। এবছরও বাসনের দুর্গা প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়বেন বলেই আশাবাদী তিনি।
দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো