বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের বিদায় ঘণ্টা বেজে ওঠা। আবার একটা গোটা বছরের অপেক্ষা। বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে, আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের অপেক্ষা। কিন্তু এই কয়েকদিনের পুজো শেষ হয়ে যায় বলে আনন্দে যে কোনও ঘাটতি থাকে এমনটা নয়। বিশেষ করে এ’বছর অষ্টমী-নবমী একদিনে পড়ে যাওয়ায় পুজো একদিন কমে গিয়েছে। কিন্তু তবুও আনন্দে কোনও খামতি রাখেনি বাঙালি।
advertisement
বিসর্জন বেলায় মন তো কাঁদবেই, তার মাঝেও সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। নবমী নিশি পেরিয়ে বিসর্জনের সকাল। দশমীর সকাল থেকে বাংলার শহর, জেলায় জেলায় চলছে সিঁদুর খেলা। মন ভারাক্রান্ত হলেও মা দুর্গাকে হাসিমুখে বিদায় জানাতে চান সদস্যরা। একে অপরের গালে, সিঁথিতে ও শাখায় সিঁদুর লাগিয়ে, ঢাকের তালে নেচে মাকে বিদায় জানাচ্ছেন মহিলারা।
সৈকত শী





