মণ্ডপে প্রবেশ করলে মনে পড়বে ফেলে আসা দিনের কথা। আগেকার দিনে বাঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু ছিল মানুষের দৈনন্দিন জীবনে। এখন বর্তমানে দুর্গাপুজোর প্যান্ডেল বানানোর কাজ ছাড়া খুব একটা বাঁশের প্রচলন দেখা যায় না।
আরও পড়ুনঃ ১০ দিনেই হুহু করে ঝরবে বাড়তি মেদ! সহজ এই ৫ পানীয়ের জবাব নেই, জানুন কখন, কীভাবে খাবেন
advertisement
আরও পড়ুনঃ ঝর্ণার ধারে জমাটি উইকেন্ড, সঙ্গে স্থানীয় খাবারের এলাহি সম্ভার! কোথায় জানেন?
আগেকার দিনে এই বাঁশ দিয়েই তৈরি করা হতো নিত্য প্রয়োজনীয় একাধিক সামগ্রী। ফালিফালি করে বাঁশ কেটে তা দিয়ে সুনিপুণ দক্ষতার সঙ্গে কারিগরেরা বানাতেন ঝুড়ি ফুলদানি ঝাড় লন্ঠন আরও একাধিক নিত্য প্রয়োজনীয় ও সৌখিন জিনিসপত্র। তবে তা প্রায় এখন সবই বিলুপ্তির পথে।আর সেই কারণেই নদিয়ার মাজদিয়ার না ঘাটা গ্রাম বারোয়ারির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া বাঁশের কাজের পুজো মণ্ডপ তৈরি করার। এই মন্ডপ তৈরির ফলে বেশ কিছু বাঁশের কারিগর এরা পুজোর মাসে কিছুটা হলেও আর্থিক দিক থেকে স্বাবলম্বী হবেন বলেই তারা মনে করছেন।
Catch Special LIVE Coverage on Durga Puja(দুর্গা পূজা) 2024 | দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
Mainak Debnath






