শিল্পীর হাতে ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন মহিষাসুরমর্দিনী।থিমের পুজো তো রয়েছেই। তার বাইরে রয়েছে বারোয়ারি পুজো।বীরভূমের মারগ্রাম থানার অন্তর্ভুক্ত বসোয়া গ্রামের রায়পাড়ার দুর্গাপুজো।আজ থেকে প্রায় ৫০০ বছর আগে এই পুজোরসূচনাহয়। প্রত্যেক বছর মহা ধূমধামের সঙ্গেএই পুজো পালিত হয়ে আসছে।
ওই বাড়ির এক পুরোহিত সুকুমার রায় আমাদের জানান সপ্তমীর দিন মাকে ফলমূল সহযোগে অন্নের ভোগ নিবেদন করা হয়। অষ্টমীর দিন লুচি,সুজি, নবমীর দিন আবার অন্নভোগ এবং দশমীর দিন দই চিঁড়ি,লুচি,সুজি,মিষ্টি ফল সহযোগে মায়ের ভোগ নিবেদন করা হয়ে থাকে। দশমীর দিন বাড়ির মহিলারা মেতে ওঠেন সিঁদুরখেলায়।
advertisement
আরও পড়ুন: অনাড়ম্বর পুজোয় সাবেকিয়ানায় দশভুজার আরাধনা হয় শতবর্ষের প্রাচীন দুর্গাপুজোয়
এর পর সকলের মধ্যে চকোলেট বিতরণ করে সন্ধ্যায় মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। তিনি আরও জানান ওই গ্রামের বহু বাসিন্দা বর্তমানে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বাইরে থাকেন। তবে পুজোর চারটি দিন যে যেখানেই থাকুক নিজেদের বাড়ি ফেরেন এবং আনন্দ উল্লাসে উমার আরাধনায় মেতে ওঠেন।