আরও পড়ুন: পদধূলি পড়েছিল ওয়ারেন হেস্টিংসের! ৩৫৯ বছরের পুজো আজও সেরা আভিজাত্যে
পূর্ব বর্ধমানের কাটোয়ার মাধবীতলা এলাকায় উত্তম দাস নামের এক ঢাক ব্যবসায়ী আছেন। তিনি নিজেকে এইঢাকের আবিষ্কারক বলে দাবি করেন। তবে তিনি হটাৎ কেন এরকমঢাক তৈরি করলেন? এর পিছনে একটা কারণ আছে। উত্তম দাস এই বিষয়ে জানিয়েছেন, আমার বাড়িতে বিশ্বকর্মা পুজোতে একজন বয়স্ক মানুষ ঢাক বাজাতে আসতেন। তিনি প্রথম বলেছিলেন যে একটা টিনের ঢাক বানিয়ে দিতে। কারণ কাঠের কাঁধে নিয়ে বাজাতে তার কষ্ট হত। সেই সময় আমি টিনের ঢাক প্রথম বানানোর চেষ্টা করি। তবে প্রথমে ভালোনা হলেও পরবর্তিতে কদর বেড়েছে।
advertisement
টিনের ঢাক প্রস্তুতকারীদের একাংশ জানান, এবার টিনেরঢাকের চাহিদা বেশ ভালো। কাঠের চেয়ে ওজনে হালকা হওয়ায় এইঢাকের চাহিদা বেড়েছে রাজ্যে। উত্তম দাস জানিয়েছেন এইবছর এখনও পর্যন্ত তিনি ৩,৫০০-এর বেশি টিনেরঢাক বিক্রি করেছেন। পুজোর আগে আরও ঢাক বিক্রি হবে বলে তিনি আশা করে রয়েছেন। কাঠের ঢাকের থেকে এই টিনেরঢাকের দামও অনেক কম ।
বর্তমানে একটা কাঠের ঢাক কিনতে গেলে দাম পড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা। সেখানে টিনেরঢাকের খরচ মাত্র ১৪০০ থেকে ১৫০০ টাকা। দাম কম হওয়ার কারণে এবং ওজনে হালকা হওয়ার জন্য প্রতিবছরের মতএবারেও ব্যাপক চাহিদা টিনেরঢাকের।
Catch Special LIVE Coverage on Durga Puja(দুর্গা পূজা) 2024 | দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
বনোয়ারীলাল চৌধুরী