প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের বেলদা অত্যন্ত জনবহুল এলাকা। রাজ্য সড়কের পাশে থাকা ফুটপাত দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের দখলে থাকায় ফুটপাত দিয়ে হাঁটা যায় না। পুজোর আগে বাজারে ভিড় বাড়ছে, তাই ব্যবসায়ীদের পসরা, ফুটপাথ থেকে সরিয়ে নেওয়ার কথা জানাল প্রশাসন। বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাজ্য সড়কের ধারে থাকা ব্যবসায়ীদের পসরা সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়। পসরা না সরিয়ে নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারিও দিয়েছে পঞ্চায়েত।
advertisement
এদিন প্রধান সহ এলাকার পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা অভিযানে নেমেছিলেন। পাশাপাশি ব্যবসায়ীদের হাতজোড়ে ফুটপাত পরিষ্কারের আবেদন জানান উপপ্রধান। বেলদার ভিতর দিয়ে গেছে পাঁচ নম্বর রাজ্য সড়ক। দিনের পর দিন সংকীর্ণ হচ্ছে রাস্তা। দুদিকে ফুটপাত ব্যবসায়ীদের দখলে। ফুটপাতের উপর অস্থায়ী ছাউনি বানিয়ে চলছে বেচাকেনা। ফলে ফুটপাত বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকছে মোটরবাইক, সাইকেল। ফলে যান চলাচলেরও অসুবিধা হচ্ছে।
পুজোর আগে জনসাধারণের সুবিধার জন্য আসরে নেমেছে পঞ্চায়েত প্রশাসন। বিকল্প কোন পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বেলদাবাসিকে, মত ব্যবসায়ীদের। তবে আদৌ কি ফলপ্রসু হবে পঞ্চায়েতের এই আবেদন? তা বলবে সময়।
Ranjan Chanda