TRENDING:

Durga Puja 2023: জয়নগরের হারিয়ে যাওয়া ইতিহাস খোদিত এই মণ্ডপে, এবারের পুজোয় যেতেই হবে!

Last Updated:

Durga Puja 2023: এ পুজোর ২৬তম বর্ষের এবারে ভাবনা জয়নগর মজিলপুরের হারিয়ে যাওয়া ইতিহাসকে তুলে ধরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: ‘আমাদের হৃদয়পুর জয়নগর মজিলপুর’ এই থিমকে সামনে রেখে এ বছরের দুর্গাপুজোয় সেজে উঠছে জয়নগর মজিলপুর তিলিপাড়া নেতাজি ইয়ুথ ক্লাব। তাঁদের ২৬ তম বর্ষের এবারে ভাবনা জয়নগর মজিলপুরের হারিয়ে যাওয়া ইতিহাসকে তুলে ধরা।
advertisement

ভিডিওগ্রাফির মাধ্যমে মণ্ডপে তুলে ধরা হবে সাদা কালো ছবিতে জয়নগরের ইতিহাস। মিত্র জমিদার বাড়ি, দত্ত জমিদার বাড়ি, ধন্বন্তরি কালী মন্দির, জয়চণ্ডী মন্দির, দেড়বেড়িয়ার মন্দির,রাধাবল্লভের মন্দির, বাণী সিনেমা হল, আদি গঙ্গা, ডাকাত কালী, রূপ-অরূপ মঞ্চ, জয়নগর মজিলপুর পৌরসভা, জয়নগর থানা, জয়নগর মজিলপুর শিবনাথ শাস্ত্রী সদন, মাতৃ মঙ্গল শিশু মঙ্গল, বুড়োরঘাট শ্মশান, যোগী মিত্রঘাট শ্মশান-সহ আরও অনেক কিছু।

advertisement

মণ্ডপে খোদিত ইতিহাস

আরও পড়ুন: আমলকিকে স্বাস্থ্যের উপকারী বন্ধু বলে, রোজ একটা করে খেলে কী হবে জানেন?

View More

এখানে প্রাচীন ইতিহাস বর্ণনা করা হচ্ছে। প্রাচীন ইতিহাসের খুঁটিনাটি তথ্যও তুলে ধরা হচ্ছে। এবারের মণ্ডপে মূল গেটটি তৈরি করা হয়েছে বন্ধ হয়ে যাওয়া দত্ত জমিদারদের প্রতিষ্ঠা করা বাণী সিনেমা হল। যা বেশ কয়েক বছর আগে কালের বিবর্তনে বন্ধ হয়ে গিয়েছে। হারিয়ে যাওয়া ইতিহাস ফুটিয়ে তোলা হচ্ছে তিলিপাড়া ইয়ুথ ক্লাবের পূজা মণ্ডপে।

advertisement

আরও পড়ুন: জ্বলন্ত সূর্যের সামনে উড়ে যাচ্ছে বিমান! ভাইরাল ছবিতে তোলপাড়, দেখুন

এবারে এই মণ্ডপে পাড়ার ছেলেমেয়েরা হাত লাগিয়েছে মণ্ডপের খুঁটিনাটি কাজে। আর মণ্ডপ শেষের পথে। এ ব্যাপারে পুজো কমিটির অন্যতম সদস্য গৌরচাঁদ নন্দী বলেন, ‘আমরা জয়নগর মজিলপুরের ইতিহাসকে তুলে ধরতে চেয়েছি এই মণ্ডপের মধ্যে দিয়ে, যা আমাদের ক্ষুদ্র প্রয়াস’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: জয়নগরের হারিয়ে যাওয়া ইতিহাস খোদিত এই মণ্ডপে, এবারের পুজোয় যেতেই হবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল