ভিডিওগ্রাফির মাধ্যমে মণ্ডপে তুলে ধরা হবে সাদা কালো ছবিতে জয়নগরের ইতিহাস। মিত্র জমিদার বাড়ি, দত্ত জমিদার বাড়ি, ধন্বন্তরি কালী মন্দির, জয়চণ্ডী মন্দির, দেড়বেড়িয়ার মন্দির,রাধাবল্লভের মন্দির, বাণী সিনেমা হল, আদি গঙ্গা, ডাকাত কালী, রূপ-অরূপ মঞ্চ, জয়নগর মজিলপুর পৌরসভা, জয়নগর থানা, জয়নগর মজিলপুর শিবনাথ শাস্ত্রী সদন, মাতৃ মঙ্গল শিশু মঙ্গল, বুড়োরঘাট শ্মশান, যোগী মিত্রঘাট শ্মশান-সহ আরও অনেক কিছু।
advertisement
আরও পড়ুন: আমলকিকে স্বাস্থ্যের উপকারী বন্ধু বলে, রোজ একটা করে খেলে কী হবে জানেন?
এখানে প্রাচীন ইতিহাস বর্ণনা করা হচ্ছে। প্রাচীন ইতিহাসের খুঁটিনাটি তথ্যও তুলে ধরা হচ্ছে। এবারের মণ্ডপে মূল গেটটি তৈরি করা হয়েছে বন্ধ হয়ে যাওয়া দত্ত জমিদারদের প্রতিষ্ঠা করা বাণী সিনেমা হল। যা বেশ কয়েক বছর আগে কালের বিবর্তনে বন্ধ হয়ে গিয়েছে। হারিয়ে যাওয়া ইতিহাস ফুটিয়ে তোলা হচ্ছে তিলিপাড়া ইয়ুথ ক্লাবের পূজা মণ্ডপে।
আরও পড়ুন: জ্বলন্ত সূর্যের সামনে উড়ে যাচ্ছে বিমান! ভাইরাল ছবিতে তোলপাড়, দেখুন
এবারে এই মণ্ডপে পাড়ার ছেলেমেয়েরা হাত লাগিয়েছে মণ্ডপের খুঁটিনাটি কাজে। আর মণ্ডপ শেষের পথে। এ ব্যাপারে পুজো কমিটির অন্যতম সদস্য গৌরচাঁদ নন্দী বলেন, ‘আমরা জয়নগর মজিলপুরের ইতিহাসকে তুলে ধরতে চেয়েছি এই মণ্ডপের মধ্যে দিয়ে, যা আমাদের ক্ষুদ্র প্রয়াস’।
সুমন সাহা