আরও পড়ুনঃ মাকে ধারালো অস্ত্র দিয়ে থেঁতলে খুন ভারসাম্যহীন ছেলের, তুমুল আলোড়ন লক্ষীকান্তপুরে
সামনেই বিশ্বকর্মা পুজো তারপর দুর্গাপুজো সেই জন্য এই মুহূর্তে চলছে জোরকদমে কাজ। এক একটি বড় দুর্গাপ্রতিমার সেট তাঁরা ২০ হাজার টাকায় দিচ্ছেন। সেই সঙ্গে রয়েছে রঙের গ্যারান্টি। বৃষ্টির জলেও রঙ উঠবে না একেবারে।
advertisement
এই কাজ শুরু করেছিলেন অমিয় গায়েন নামের এক যুবক। তিনি ভাইকেও পরে সেই কাজ শেখান। এখন কিছু কর্মচারী নিয়োগ করেছেন তাঁরা। প্রতিমা তৈরি করতে গিয়ে তাঁরা দেখেছেন, বর্তমানে মাটির সাজের ঠাকুর বেশি তৈরির অর্ডার আসছে। প্রায় ৮০ শতাংশ ঠাকুর তৈরি হচ্ছে মাটির সাজের।
সেই জন্য তাঁরা নিজেদের ওয়ার্কশপে মাটির সাজের তৈরি ঠাকুর বেশি করে রাখছেন। শুধুমাত্র প্রতিমা তৈরি নয়। প্রতিমার অলংকরণ ও বিভিন্ন শৈল্পিক নিদর্শন দিয়ে ঠাকুরকে আরও সুন্দর করে তোলেন তাঁরা।
ছোটবেলা থেকে এই কাজের সঙ্গে যুক্ত অমিয়। এখন এই কাজের পরিধি বেড়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন নতুন কিছু করে নিজের শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যেতে চান তিনি। সেইজন্য কর্মচারীদের সঙ্গে রোজ কাজ করেন নিয়ম করে। ভবিষ্যতে এই ওয়ার্কশপটিকে আরও বড় আকারে তুলতে চান তিনি।
নবাব মল্লিক