TRENDING:

Durga Puja 2023: প্রতিমায় গ্যারান্টি! পাঁচ বছর রঙ টিকে থাকবে, দুই শিল্পীর মাটির সাজের প্রতিমা ভাইরাল 

Last Updated:

Durga Puja 2023: মাটির সাজে রঙের গ্যারান্টি, নবর দোকানে মিলছে স্বল্পমূল্যে বড় দুর্গা প্রতিমা। এই গ্যারান্টি দিচ্ছেন প্রতিমা শিল্পী দুই ভাই অমিয় গায়েন ও অনিমেষ গায়েন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি: মাটির সাজে রঙের গ্যারান্টি, নবর দোকানে মিলছে স্বল্পমূল্যে বড় দুর্গা প্রতিমা। এই গ্যারান্টি দিচ্ছেন প্রতিমা শিল্পী দুই ভাই অমিয় গায়েন ও অনিমেষ গায়েন। প্রতিমার রঙ একবছর পর শ্যাম্পু দিয়ে ধুলেও কিছু হবে না। রঙ থেকে যাবে কম করে পাঁচবছর।
advertisement

আরও পড়ুনঃ মাকে ধারালো অস্ত্র দিয়ে থেঁতলে খুন ভারসাম্যহীন ছেলের, তুমুল আলোড়ন লক্ষীকান্তপুরে

সামনেই বিশ্বকর্মা পুজো তারপর দুর্গাপুজো সেই জন্য এই মুহূর্তে চলছে জোরকদমে কাজ। এক একটি বড় দুর্গাপ্রতিমার সেট তাঁরা ২০ হাজার টাকায় দিচ্ছেন। সেই সঙ্গে রয়েছে রঙের গ্যারান্টি। বৃষ্টির জলেও রঙ উঠবে না একেবারে।

advertisement

এই কাজ শুরু করেছিলেন অমিয় গায়েন নামের এক যুবক। তিনি ভাইকেও পরে সেই কাজ শেখান। এখন কিছু কর্মচারী নিয়োগ করেছেন তাঁরা। প্রতিমা তৈরি করতে গিয়ে তাঁরা দেখেছেন, বর্তমানে মাটির সাজের ঠাকুর বেশি তৈরির অর্ডার আসছে। প্রায় ৮০ শতাংশ ঠাকুর তৈরি হচ্ছে মাটির সাজের।

View More

সেই জন্য তাঁরা নিজেদের ওয়ার্কশপে মাটির সাজের তৈরি ঠাকুর বেশি করে রাখছেন। শুধুমাত্র প্রতিমা তৈরি নয়। প্রতিমার অলংকরণ ও বিভিন্ন শৈল্পিক নিদর্শন দিয়ে ঠাকুরকে আরও সুন্দর করে তোলেন তাঁরা।

advertisement

ছোটবেলা থেকে এই কাজের সঙ্গে যুক্ত অমিয়। এখন এই কাজের পরিধি বেড়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন নতুন কিছু  করে নিজের শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যেতে চান তিনি। সেইজন্য কর্মচারীদের সঙ্গে রোজ কাজ করেন নিয়ম করে। ভবিষ্যতে এই ওয়ার্কশপটিকে আরও বড় আকারে তুলতে চান তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: প্রতিমায় গ্যারান্টি! পাঁচ বছর রঙ টিকে থাকবে, দুই শিল্পীর মাটির সাজের প্রতিমা ভাইরাল 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল