আলোক শয্যায় চোখ ধাঁধানো পুজো প্যান্ডেলের সংখ্যাও বেশ অনেকগুলি। তবে প্রতিবছরই নামি পুজো কমিটিগুলি তাদের থিম-সং করে থাকে। আর তাই জেলার বারাসতের চারের পল্লি সর্বজনীন ও অশোকনগরের পাঁচের পল্লি সর্বজনীন পুজো কমিটির থিম-সং গেয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চায় জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।
advertisement
আরও পড়ুন: পুজোয় সুখবর! ইন্ডিয়ান কফি হাউজ এবার দিঘায়, উদ্বোধন কবে? প্রথম দিনেই রয়েছে ‘বিরাট’ ছাড়
বারাসত চারের পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য রাহুল নাগ জানান, আমাদের প্যান্ডেলের থিম দক্ষিণের শিবালয়ে আগমনীর সুর। নারায়ণ গোস্বামী আমাদের পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক দীর্ঘদিন। তবে, এবার থিম সং এর ভাবনা প্রথম। থিম সং করেছেন নারায়ণ গোস্বামী নিজে। অন্যদিকে, অশোকনগরের পাঁচের পল্লি সর্বজনীন পুজো কমিটির সদস্য অম্লান দে বলেন, আমাদের প্রতি বছরের থিম সং হয়। এবার আমাদের বিধায়ক থিম সং করেছেন। ১৫ লক্ষ টাকা বাজেটে আমাদের পুজোর থিম কুরুক্ষেত্র যুদ্ধের ইতিহাস। তবে, চিরাচরিত সাবেকিয়ানা মূর্তি থাকছে প্যান্ডেলে।
ক্লাবের কর্মকাণ্ড ও প্যান্ডেলের থিমের ওপরেই আমাদের থিম সং হয়েছে। বিষয়টি নিয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, কলকাতায় উষা উত্থুপের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। সুরকার অভিক সেন ও থিম সং লিখেছেন শুভেন্দু আচার্য। আমার কাছে অনেক ক্লাবেরই থিম সং করার অনুরোধ এসেছিল, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি। বিধায়ক ও জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদে থেকেও সংগীতপ্রেমী নারায়ণ গোস্বামীকে, এর আগেও বহুবার মঞ্চে গান গাইতে ও অভিনয় করতে দেখা গিয়েছে। সংস্কৃতি প্রেমী এই বিধায়কের গান ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে জেলায়।
—– Rudra Narayan Roy