আরও পড়ুনঃ প্রচুর জল ছাড়ছে মাইথন, পাঞ্চেত, দুর্গাপুর ব্যারেজ! পুজোর মুখে সমূহ বিপদ
শিল্পীর অসামান্য শৈল্পিক দক্ষতায় সৌখিন কারুকার্যে দুর্গা মূর্তিটি তৈরি হয়। জানা যায়, প্রায় ২০-২৫ দিনের চেষ্টায় শিল্পী সঞ্জীব চন্দ্র দুর্গা মূর্তিটি তৈরি করেছেন। ক্ষুদ্র হলেও কোন অংশে কম নেই বৃহৎকার প্রতিমার চেয়ে। কোনরকম ছাঁচ ছাড়াই সম্পূর্ণ শিল্পীর নিপুন দক্ষতায় তৈরি দুর্গা মূর্তি। কুড়ি ইঞ্চির এই মূর্তি ছাড়াও শিল্পী সঞ্জীব চন্দ্র তৈরি করছেন আরও একটি ছোট দুর্গা মূর্তি। সেই মূর্তিও পাড়ি দেবে বিদেশে। এর আগে একটি পাঁচ ফুটের ফাইবার এটা তৈরি কালী মূর্তি বিদেশ পৌঁছেছে এবার।
advertisement
বিগত কয়েক বছর ধরে সঞ্জীব বাবুর হাতে তৈরি মূর্তি বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছেছে। নেদারল্যান্ড, আমেরিকা, জার্মান, অস্ট্রেলিয়া এবার দুবাই। এ প্রসঙ্গে শিল্পী সঞ্জীব চন্দ্র জানান, ‘শৈশব থেকে ঠাকুর গড়ার কাজে হাতে খড়ি। গত প্রায় চার বছর তৈরি মূর্তি বিদেশে পাড়ি দিচ্ছে। প্রতিমা তৈরি থেকে প্রতিমার সাজ সরঞ্জাম এবং হাতের অস্ত্র সমস্ত কিছু শিল্পীর নিজের হাতে তৈরি।’
রাকেশ মাইতি