আরও পড়ুন Durga Puja 2021: চাল দিয়ে তিন ইঞ্চির দেবীমূর্তি, নজির গড়লেন গঙ্গাসাগরের দেবতোষ দাস
দোরগোড়ায় পুজো। শেষের মুখে প্রস্তুতি । পুরোহিতও তৈরি হয়েছেন। কিন্তু তিনি ঠিকঠাক তো? উচ্চারণের গণ্ডগোল নেই তো? উচ্চারণ (Durga Puja rituals) দোষে বদলে যাবে না তো মন্ত্রের অর্থ ? আসানসোলের সালানপুরের এথোড়া গ্রামে চক্রবর্তীদের দুর্গামন্দিরে চলছে চতুষ্পাঠী টোল। অনেকের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন বৈশাখী চট্টরাজ। পুজোর জোগাড়, প্রতিমার সাজসজ্জার দায়িত্বে থাকা বৈশাখীর স্বপ্ন পুরোহিতের আসনে বসে দুর্গা আবাহন। "মেয়েরা সব কাজেই এগিয়ে এসেছেন৷ এখন মহিলা পুরোহিতরা বিয়ের কাজও করছেন৷ আমারও স্বপ্ন দুর্গা মায়ের পুজো করা৷ মেয়েরা তো দুর্গার রূপ৷ আর সেই মেয়ের হাতেই পুজো হোক মা দুর্গার৷ এই স্বপ্ন নিয়েই টোলে পাঠ নিচ্ছি," বৈশাখী চট্টরাজ, ছাত্রী, সংস্কৃত চতুষ্পাঠী টোল৷
advertisement
রিল থেকে রিয়েল। শহর থেকে গ্রাম। প্রথা ভাঙার ছবি চারদিকে। ব্রহ্মা জানেন গোপন কম্মটি। জানেন বৈশাখীও। পশ্চিম বর্ধমানের একমাত্র চতুষ্পাঠীর টোল-পণ্ডিত কার্তিক মুখোপাধ্যায়ের কন্যা। বেদ, বেদান্ত, সংস্কৃতে তুখোড়। এখন শুধু পুজোয় বসার অপেক্ষা। মেয়ের এই ইচ্ছেপূরণে পাশে রয়েছেন তাঁর বাবা কার্তিক মুখোপাধ্যায়, যিনি চতুষ্পাঠীর টোলের পণ্ডিত৷
উচ্চারণ থেকে পুজা-বিধি (Durga Puja rules)। যজ্ঞ-ভঙ্গিমা থেকে পুজোর রীতি-রেওয়াজ। সব কিছুর ট্রেনিং। একেবারে হাতে কলমে। পুজো পাঠ শিখছেন আগামী দিনের পুরোহিতরা। কেউ আসছেন নিজেদের ঝালিয়ে নিতে। কেউ আনকোরা। কেউ উকিল, কেউ বা এঞ্জিনিয়ার, অথবা বিজ্ঞানের ছাত্র।
এবার পুজোয় স্বপ্নপূরণ হতে চলেছে বৈশাখীর। তাঁর বাবা যেমন তাঁর পাশে রয়েছেন, তেমনই বৈশাখীর শ্বশুরবাড়ি চায়, এবার বাড়ির দুর্গাপুজোয় পৌরহিত্য করুন বউমা।
দীপক শর্মা