আরও পড়ুন: ঝড়ে উপড়ে গিয়েছিল,ফের স্বমহিমায় বিশাকার পলাশগাছ, নজির সৃষ্টি নদিয়ার
নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তে যেরকম সবজি চাষ হয়ে থাকে অপরদিকে হয়ে থাকে হাঁস মুরগি প্রতিপালন। আমরা তাদের খোঁজ নিতে গিয়ে জানলাম বহু হাঁস প্রতিফলনকারী ফার্ম বন্ধ হয়ে গেছে। কারণ তারা কোনোভাবেই সরকারি সহযোগিতা পাননি আর সেই কারণেই জলের অভাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রক্ষা করতে পারছেন না চিকিৎসক এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন মূল্যবান ওষুধ কিনতে গিয়ে। অন্যদিকে প্রচন্ড গ্রীষ্মের তাদের জলাশয় শুকিয়ে যাচ্ছে অত্যাধিক বিদ্যুতের বিল দিয়ে কিংবা ডিজেল পুড়িয়ে পাম্প সেট দিয়ে জল ভর্তি করার খরচ করে কুলাচ্ছে না তাই এ চাষে অনীহা অনেক প্রতিপালকদেরই।
advertisement
আরও পড়ুন: পরীক্ষায় সেরার সেরা! মাজদিয়ার লিচু পাড়ি দিচ্ছে ইজরায়েল
তারা জানাচ্ছেন অতীতে ৪০০ হাঁস নিয়ে শুরু হলেও বর্তমান হাঁসের সংখ্যা মাত্র ৭০ টি তে গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রজাতির হাঁস ডিম অথবা মাংসের জন্য প্রতিপালন করা হয়। বিশ্বে যে ১৭৬ প্রজাতির হাঁস-রাজহাঁস রয়েছে, তার কমবেশি ২৬টি প্রজাতি প্রতিপালন হয়ে থাকে আমাদের দেশে। মাংসের জন্য পিংকিং, রুয়েল, কেউগা নানান প্রজাতি রয়েছে, ডিমের জন্য রয়েছে জিং ডিং, ইন্ডিয়ান রানার হাঁস। তবে ডিম এবং মাংস উভয়ের জন্য শংকর প্রজাতির খাকি ক্যাম্বেল সবচেয়ে জনপ্রিয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Mainak Debnath