এমন ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার পিয়ারডাঙা গ্রামে । গ্রামেরই বাসিন্দা, পেশায় দিনমজুর হকসেন ভাঙ্গি। প্রতিবেশীদের দাবি, বছরখানেক ধরে বাড়িতে তুকতাক করছিলেন হকসেন। গত কয়েক রাতে তার মাত্রা বাড়ে। হকসেনের আচরণও ছিল সন্দেহজনক। তাঁর মেয়ের কাছ থেকে জানা যায়-গত কয়েকদিন হকসেনের বাড়িতে ঘাঁটি গাড়েন ৪ ব্যক্তি ৷ নিজেদের মৌলবি বলে পরিচয় দেন তাঁরা এই ৪ জনই হকসেনকে জানান, তাঁর বাড়িতে ৩৫ হাজার কোটির গুপ্তধন পোঁতা রয়েছে ৷ গুপ্তধন পাহারা দিচ্ছে ৭ জিন। গুপ্তধন পেতে তাড়াতে হবে জিন ৷
advertisement
শুক্রবার সকালে হকসেনের বাড়িতে কার্যত অভিযান চালান গ্রামের মানুষ। দেখেন, বাড়ির উঠোনেই প্লাস্টিকের ছাউনি দিয়েই তুকতাকের ব্যবস্থা করা হয়েছে। মেলে ফুল, ধূপ, খাঁচাবন্দি সাদা পায়রা ।
বাইট- শেখ মোক্তার আলি, স্থানীয় বাসিন্দা (সাদা জামা- ‘আমরা শুনলাম গুপ্তধন আছে। ৩৫ হাজার কোটি দাম। গত এক বছর ধরে তুকতাক করছে। গত কয়েকদিন ধরে বলি, পুজোও হচ্ছে।