নদিয়ার গেদে সীমান্তে চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গেল স্থানীয় মানুষদের। সীমান্তবর্তী এলাকার মানুষেরা জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা অসৎ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করে তারাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। যদিও বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোই নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফের তরফে।
advertisement
উল্লেখ্য, নদিয়া জেলার অধিকাংশ এলাকাই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সীমান্ত ভাগ করে নিয়েছে। সেই কারণেই একাধিক সময় বিভিন্ন অনুপ্রবেশকারী ও চোরাচালান কারবারিরা মাথাচাড়া দিয়ে ওঠে সীমান্তবর্তী এলাকা গুলিতে।
তবে সম্প্রতি বাংলাদেশের যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কোনও মুহূর্তে তার রেশ এসে পড়তে পারে পার্শ্ববর্তী নদিয়া জেলাতে। আর সেই কারণেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে সীমান্তরক্ষী বাহিনীরা। সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সাধারণ সতর্কতা করেছে বিএসএফ। আর সেই কারণে সীমান্তরক্ষী বাহিনীদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও বাড়তি সতর্ক রয়েছে।
Mainak Debnath