বর্ধমানের স্টেশন বাজার, নীলপুর বাজার, রানিগঞ্জ বাজার, তেঁতুল তলা বাজার, কালনা গেট বা পুলিশ লাইন বাজার সর্বত্রই সকাল থেকে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেশির ভাগ ক্রেতাই আলু-পেঁয়াজ মজুত করার লক্ষ্যে বাজারে এসেছেন। তাঁরা বলছেন, পাড়ার দোকানে ডিম, সোয়াবিন, আটা, পাউরুটি মিলবে। কিন্তু আলু পেঁয়াজ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগে ভাগেই সেসব মজুত করতে চাইছেন সকলেই।
advertisement
ক্রেতাদের লাগাম ছাড়া চাহিদা দেখে আলু পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। দু'দিন আগেও আলুর কেজি প্রতি দাম ছিল ১৪ টাকা। সেই আলুই আজ ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ২০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজি দামে। অনেকেই দামের পরোয়া না করেই সেসব সামগ্রী কিনে নিচ্ছেন। জেলা প্রশাসন অবশ্য জানিয়েছে, হুড়োহুড়ির কোনও প্রয়োজন নেই। সবজি বাজার সব সময় খোলা থাকবে। তাই বেশি দাম দিয়ে এইসব সামগ্রী না কেনারই পরামর্শ দিচ্ছে প্রশাসন। কালোবাজারি রুখতে টাস্ক ফোর্সকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানাকেই এলাকার বাজারগুলিতে টহল দিতে বলা হয়েছে। লক ডাউনের সুযোগে কালোবাজারি করার চেষ্টা হলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন- মাইকে সে ব্যাপারে প্রচারও চালানো হচ্ছে।
Saradindu Ghosh