TRENDING:

North 24 Parganas News: হাত পাখার হাওয়ায় সুখ, গরম ও লোডশেডিং-এর প্রভাবে বেড়েছে চাহিদা

Last Updated:

গরম ও লোডশেডিং-এর প্রভাবে বেড়েছে চাহিদা, মুখে হাসি পাখা শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: সাধারণ মানুষ গরমে হাঁসফাঁস করছেন আর মুখে হাসি ফুটছে পাখা তৈরির কারিগরদের। লোডশেডিং-এর দাপট বাড়তেই হাতপাখার চাহিদা তুঙ্গে। হালে হাত পাখা তৈরির কারখানায় চলছে কারিগরদের চূড়ান্ত ব্যস্ততা। তারা নিজেরা গরম সহ্য করে অপরের শরীরকে ঠাণ্ডা করতে তৈরি করছেন হাতপাখা। বর্ষার আগেই পাখা বিক্রি করে ভাল মুনাফা ঘরে তুলতে হাতপাখা তৈরির কারখানাগুলোতে চলছে প্রতিযোগিতা। এমনই ছবি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায়।
advertisement

আরও পড়ুনState Health Department Meeting: নজরে শনিবারের বৈঠক, ফের স্বাস্থ্য দফতরকে কী বিশেষ নির্দেশ দেবেন মুখ্য সচিব? জল্পনা

দীর্ঘ দু'বছর লকডাউন ও করোনা আবহে কারখানা বন্ধ থাকায় ব্যবসা একেবারেই জমেনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ফের ব্যবসা বেড়ে যাওয়ায় স্বস্তি ফিরেছে পাখা শিল্পের সঙ্গে যুক্ত থাকা পরিবারগুলোর মধ্যে। জানা গিয়েছে, এক জন পাখা শিল্পী দিনে প্রায় পাঁচ থেকে সাত হাজার পাখা প্রস্তুত করতে পারেন। আর মজুরি নির্ধারিত হয় কাজের পরিমাণের উপর। তবে পাখা শিল্পীদের আক্ষেপ, দিনরাত অক্লান্ত পরিশ্রম করার পর তারা যে মজুরি পান তাতে ঠিক মত চলে না সংসার। পাখা শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চান তারা৷ এতে বেঁচে যেতে পারে পাখা শিল্পের সঙ্গে যুক্ত থাকা শিল্পীরা।

advertisement

আরও পড়ুন Bowbazar| Durga Pithuri Lane: ফাটলের জন্য বাড়ি ছাড়া, পেট চালাতে বন্ধ করলেন না তেলেভাজার দোকান

বিগত দিনে চাহিদার পরিমাণ অতিরিক্ত থাকায় জেলা তো বটেই বাংলার অন্যান্য জেলার পাশাপাশি ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে গোবরডাঙ্গার হাতপাখা। অতীতে তালপাতার পাখার ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে তাল পাতার অভাবে সেভাবে তৈরি হয় না তালপাতার পাখা। সেই চাহিদা মেটাতে বাজারে এসেছে প্লাস্টিকের তৈরি পাখা। যে পাখার দাম তালপাতার পাখার চেয়ে অনেকটাই কম। ফলে দিন দিন চাহিদা বাড়ছে এই প্লাস্টিকের পাখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এবছর গরম বেড়েছে। তাপমাত্রার পারদও অনেকটাই চড়েছে। মাঝেমধ্যেই লোডশেডিং হতেই প্রয়োজন হচ্ছে হাতপাখার। মাত্র পাঁচ টাকার বিনিময়ে একটি প্লাস্টিকের হাতপাখাই মুহূর্তে শরীরে এনে দেয় স্বস্তি। আর সেই কারণে হাতপাখার চাহিদার যোগান দিতে নাওয়া-খাওয়া ভুলেছেন হাতপাখা শিল্পীরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হাত পাখার হাওয়ায় সুখ, গরম ও লোডশেডিং-এর প্রভাবে বেড়েছে চাহিদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল