আরও পড়ুন: আর একটু হলেই…! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি, মুহুর্তের মধ্যে সব শেষ! উঠল কান্নার রোল
লাগাতার নিম্নচাপ ও বৃষ্টির জেরে ভাগীরথী নদীতে হু হু করে বেড়ে চলেছে জল। এভাবে জল বাড়তে থাকায় নীচু এলাকা গুলিতে জল ঢুকে পড়ায় চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর একদিকে যেমন জল বাড়লে নীচু এলাকায় জলে ডুবে যায় ঠিক তার অন্যদিকে নদী ভাঙনেরও সমস্যা দেখা দেয়। তবে ভাগিরথী নদীর একদিকে রয়েছে নদিয়া ঠিক তার উল্টো দিকে রয়েছে পূর্ব বর্ধমান। আর এই দুই জেলার যোগাযোগের মাধ্যম নৃসিংহপুর ফেরিঘাট। যেখান দিয়ে প্রায় প্রতিদিন হাজার,হাজার মানুষজন এবং পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের জন্য পার হয় ভারী যানবাহন। তবে টানা বৃষ্টির জেড়ে অন্যদিকে বাধের জল ছাড়ায় রীতিমতো জলস্তর বৃদ্ধি পেয়েছে ভাগীরথি নদীতে। নদীর রীতিমতো জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকা গুলিতে রীতিমতো বন্যার আতঙ্কে এলাকার মানুষের চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ।
advertisement