আরও পড়ুন: সোনার টুকরো মেয়ে! মা ট্রেনের হকার, আন্তর্জাতিক স্তরে সোনা জয় বলাগড়ের প্রীতির
প্রসঙ্গত, এক সূত্রে জানা যাচ্ছে, স্কুলের এক সহকারী শিক্ষিকা ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে একটি জটিল সমস্যার এখনওসমাধান হয়নি। এই সমস্যা সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করেনি প্রধান শিক্ষক। রীতিমতো এই ঘটনা নিয়ে চরম সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা।স্কুল মিড ডে মিল বন্ধে প্রসঙ্গে সহকারী শিক্ষক শিব শংকর দাস জানান, মিড ডে বিল বন্ধ আছে সত্যি। মিড ডে মিল হচ্ছে নাকি তাও বলতে পারব না। প্রধান শিক্ষকের সঙ্গে পরিচালন সমিতির কি হয়েছে জানিনা। স্কুলের সমস্যার কথা প্রশাসন দফতরে বিষয়টি জানানো হয়েছে। এভাবে দিনের পর দিন যদি মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের চরম সমস্যায় পড়ছেন।
advertisement
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কুলে দীর্ঘ দু বছর ধরে ডামাডোল অবস্থায় চলছে। স্কুলে এমন শিক্ষিকা আছে যে স্কুলে না এসে বেতন পেয়ে যাচ্ছেন। অভিযোগ প্রধান শিক্ষকের সঙ্গে কোন শিক্ষক শিক্ষিকার সম্পর্ক নেই। প্রায় সময়ই মিড ডে মিল বন্ধ থাকে শুনেছি।যদিও এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মদক্ষ জানিয়েছেন, স্কুল ঘটনার সম্পর্কে অভিযোগ শুনেছি। কোনভাবেই ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল বন্ধ করা যাবে না। বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এ বিষয়ে প্রধান শিক্ষক কোনভাবেই মুখ খোলেননি। সব মিলিয়ে এখন দেখার মিড ডে মিল স্কুলে চালু হবে না এভাবেই ছাত্র-ছাত্রীরা মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত হবে।
Suvojit Ghosh