TRENDING:

Duare Teacher: গরমের ছুটি, উৎসব-অনুষ্ঠানের ঘন ঘন ছুটি! পড়ুয়াদের উপর কু-প্রভাব! স্কুলে ফেরাতে কলম ছেড়ে মাইক ধরতে হচ্ছে শিক্ষকদের

Last Updated:

Duare Teacher: ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে, মাইক হাতে নিয়ে গ্রামের বাড়ি-বাড়ি, পুকুরের ধারে ও মাঠে পৌঁছে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার ডাক নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে, মাইক হাতে নিয়ে গ্রামের বাড়ি-বাড়ি, পুকুরের ধারে ও মাঠে পৌঁছে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার ডাক নিয়ে। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় শিশু শিক্ষার মূল স্রোত থেকে দূরে সরে গেছে। অনেক শিশু বইয়ের বদলে মোবাইলের দিকে ঝুঁকে পড়েছে, কেউ বা সংসারের চাপে পড়ে শিশুশ্রমে জড়িয়ে পড়েছে। এই কঠিন সময়ে শিক্ষক-শিক্ষিকারা নতুন করে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে নিরলস চেষ্টা করে চলেছেন।
advertisement

ঠিক এমনই এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদ জেলার জয়কৃষ্ণপুর ২ প্রাইমারি স্কুলের শিক্ষকরা। শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে তাঁরা আর শুধু স্কুলের ঘরে বসে থাকেননি, নেমে পড়েছেন গ্রামের পথে বাড়ি-বাড়ি, পুকুরের ধারে ও মাঠে পৌঁছে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার ডাক নিয়ে। মাইক হাতে নিয়ে গ্রামবাসীর দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন শিক্ষার ডাক নিয়ে।

advertisement

আরও পড়ুন: বৌমা কোথায়! হাসপাতাল ভর্তি শ্বশুর খুঁজতে বেরলেন রাস্তায়, তারপরেই যা ঘটল, মুর্শিদাবাদে উঠছে একাধিক প্রশ্ন

স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক এবং সহকারী শিক্ষক আকরামুল হুদা ও শিক্ষিকা হাসিনা খাতুন এদিন সকালে গ্রামের প্রতিটি পাড়ার অলিতে-গলিতে গিয়ে মাইকিং করেন। তাঁরা অভিভাবকদের বোঝান, শিক্ষার আলো থেকে সন্তানদের দূরে রাখা মানে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া। শিক্ষকরা নিজেরাই অভিভাবকদের বাড়ির দরজায় গিয়ে তাঁদের সঙ্গে কথোপকথন করেন, শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং অভিভাবকদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ জানান।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অভিভাবকরা মনে করছেন, জয়কৃষ্ণপুর ২ প্রাইমারি স্কুলের শিক্ষকদের এই প্রচেষ্টা শুধু ওই স্কুলের জন্য নয়, সমগ্র দেশের জন্য এক উদাহরণ হয়ে থাকবে। এটি প্রমাণ করে, যদি মন থেকে চেষ্টা করা যায়, তবে গ্রামের শিশুদের আবার স্কুলমুখী করা সম্ভব। এখন সময় এসেছে, দেশের প্রতিটি গ্রামের প্রতিটি স্কুল এমন উদ্যোগ নেবে এবং প্রতিটি পরিবার সন্তানদের হাতে বই তুলে দেবে—কারণ শিক্ষাই একমাত্র ভবিষ্যতের মূল চাবিকাঠি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duare Teacher: গরমের ছুটি, উৎসব-অনুষ্ঠানের ঘন ঘন ছুটি! পড়ুয়াদের উপর কু-প্রভাব! স্কুলে ফেরাতে কলম ছেড়ে মাইক ধরতে হচ্ছে শিক্ষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল