ঠিক এমনই এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদ জেলার জয়কৃষ্ণপুর ২ প্রাইমারি স্কুলের শিক্ষকরা। শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে তাঁরা আর শুধু স্কুলের ঘরে বসে থাকেননি, নেমে পড়েছেন গ্রামের পথে বাড়ি-বাড়ি, পুকুরের ধারে ও মাঠে পৌঁছে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার ডাক নিয়ে। মাইক হাতে নিয়ে গ্রামবাসীর দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন শিক্ষার ডাক নিয়ে।
advertisement
স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক এবং সহকারী শিক্ষক আকরামুল হুদা ও শিক্ষিকা হাসিনা খাতুন এদিন সকালে গ্রামের প্রতিটি পাড়ার অলিতে-গলিতে গিয়ে মাইকিং করেন। তাঁরা অভিভাবকদের বোঝান, শিক্ষার আলো থেকে সন্তানদের দূরে রাখা মানে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া। শিক্ষকরা নিজেরাই অভিভাবকদের বাড়ির দরজায় গিয়ে তাঁদের সঙ্গে কথোপকথন করেন, শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং অভিভাবকদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ জানান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিভাবকরা মনে করছেন, জয়কৃষ্ণপুর ২ প্রাইমারি স্কুলের শিক্ষকদের এই প্রচেষ্টা শুধু ওই স্কুলের জন্য নয়, সমগ্র দেশের জন্য এক উদাহরণ হয়ে থাকবে। এটি প্রমাণ করে, যদি মন থেকে চেষ্টা করা যায়, তবে গ্রামের শিশুদের আবার স্কুলমুখী করা সম্ভব। এখন সময় এসেছে, দেশের প্রতিটি গ্রামের প্রতিটি স্কুল এমন উদ্যোগ নেবে এবং প্রতিটি পরিবার সন্তানদের হাতে বই তুলে দেবে—কারণ শিক্ষাই একমাত্র ভবিষ্যতের মূল চাবিকাঠি।
কৌশিক অধিকারী