আক্রান্তদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। করোনা আক্রান্তদের পৃথকবাসে রেখে যাতে সংক্রমণের হার ঠেকানো যায়!
ভোটের আগে সাধারণ মানুষের দুয়ারে এসেছিল রাজ্য সরকার। তবে বিরোধীরা অভিযোগ করেছিল, সবটাই ভোটের চমক। সেসব অভিযোগ অবশ্য কানে তোলেনি রাজ্য সরকার। দুয়ারে সরকার অভিযান চলেছিল জোরকদমে। ভোট মিটলেও করোনা পরিস্থিতিতে আরও একবার সাধারণ মানুষের দুয়ারে পৌঁছবে সরকার। আর এবার করোনা পরীক্ষার জন্য সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছতে চাইছে রাজ্য প্রশাসন। দেশের বিভিন্ন জায়গার মতো বাংলাতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমন অবস্থায় কেউ করোনা পরীক্ষা করাতে চাইলে দুয়ারে যাবে পুরসভা। কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় করোনা টিকা অমিল। তবে কেউ করোনা পরীক্ষা করাতে চাইলে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হবে কলকাতা পুরসভা। কলকাতা শহরের কোন আবাসনে কতজনের পরীক্ষা করাতে চান, সেটা জানাতে হবে সবার আগে। কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিক-এর ফোন নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে করোনা পরীক্ষার অ্যাম্বুলেন্স। আলাদা করে আর টেস্ট করাতে কোথাও যেতে হবে না। বাড়ির সামনেই যে কেউ করাতে পারবেন করোনা টেস্ট।
advertisement