TRENDING:

Duare Sarkar Project: এবার 'দুয়ারে ডাক্তার'! সপ্তম দুয়ারে সরকারের নতুন সংযোজন! সুবিধা পাবেন ঘরে বসেই

Last Updated:

Duare Sarkar Project: মানুষের কথা মাথায় রেখে এবার দুয়ারে পৌঁছে যাবে ডাক্তার! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: সপ্তম দুয়ারে সরকারের বাড়তি সংযোজন পরিযায়ী শ্রমিকের তথ্য সংগ্রহ! ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখে শান্তিপুর পৌরসভার অভিনব উদ্যোগ  “দুয়ারে ডাক্তার”। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নদিয়ার শান্তিপুরে চালু হল সপ্তম বারের জন্য দুয়ারে সরকার। শহরে হ্যান্ডলুম অফিসে এবং গ্রামের ক্ষেত্রে নবলা পঞ্চায়েতে শুরু হয়। এর আগে ষষ্ঠবারের জমা পড়া সব ধরনের আবেদন ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, সপ্তম দুয়ারে সরকারের উদ্বোধনে এসে জানালেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ।
advertisement

শান্তিপুর হ্যান্ডলুম অফিসে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ওয়ার্ডের অধিবাসীদের জন্য সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে বিভিন্ন সরকারি পরিষেবা সহজে গ্রহণ করার জন্য। উপস্থিত ছিলেন, চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সিএসসি মেম্বার শুভজিৎ দে, দুই তিন এবং চার পাঁচ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং তাদের প্রতিনিধিরা ।

advertisement

আরও পড়ুন:  উত্তরের সুইৎজারল্যান্ড! মেঘের দেশ! পুজোর ছুটিতে খুব কম খরচে ঘুরে আসুন! রইল বিস্তারিত

ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক বলেন, এবারে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্ত করনের একটি বাড়তি টেবিল বসানো হয়েছে। দুর্ভাগ্যবশত ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলে তাদের ফেরানোর জন্য সরকারি সহযোগিতা এবং কাজে গিয়ে কোনও সমস্যা সমাধানে তাদের নথি সংগ্রহীত হচ্ছে এবারে। চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান , ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখে দুয়ারে ডাক্তার, শান্তিপুর পুরসভার বিশেষ এক উদ্যোগ। যেখানে রক্ত পরীক্ষা এবং অন্যান্য চিকিৎসা সম্ভব হবে অভিজ্ঞ ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের সান্নিধ্যে।

advertisement

View More

তবে অন্যান্য বারের তুলনায় এবারে দুয়ারে সরকারের প্রথম থেকেই ভিড় কমের কারণ জানতে চাইলে চেয়ারম্যান বলেন, শান্তিপুর পৌরসভার ৬০৩৬ জনের বৃদ্ধ ভাতা এবং ৩২ হাজার লক্ষ্মীর ভান্ডার চালু রয়েছে, অন্যান্য পরিষেবাও ৯০% সম্পন্ন হয়েছে তাই, নতুন বিষয়ে গ্রাহকদের আগ্রহ রয়েছে। তবে বিকাল চারটে পর্যন্ত অপেক্ষা করার জন্য সমস্ত বিভাগীয় কর্মীদের নির্দেশ দেন পুরপ্রধান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duare Sarkar Project: এবার 'দুয়ারে ডাক্তার'! সপ্তম দুয়ারে সরকারের নতুন সংযোজন! সুবিধা পাবেন ঘরে বসেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল