মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন দুয়ারে সরকারের (Duare Sarkar) কাজ শেষ করে বুধবার থেকে ব্লকে ব্লকে কর্মীরা ডিলারদের মাধ্যমে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে গ্রাহকদের। সে জন্য ইতিমধ্যে ব্লকে পুরসভায় ডিলারদের সঙ্গে আধিকারিকদের বৈঠক হয়েছে। যদিও ডিলাররা বেশ কিছু ক্ষেত্রে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার অসুবিধার কথা বলেছে। সরকার বাড়িতে রেশন পৌঁছে দিতে যে খরচ দিচ্ছে, বাস্তবে খরচ তার থেকে বেশি হবে।গ্রামীন এলাকায় বা শহরে অনেক গলিতে রেশনের গাড়ি ঢুকবে না,যদি নির্দিষ্ট এলাকায় ইন্টারনেটের লিঙ্ক না থাকে তাহলে কী হবে?
advertisement
আরও পড়ুন-'মানুষ ক্ষমা করবে না', বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সুদীপ রায় বর্মন
খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সে জন্য সপ্তাহের চারদিন বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে, যাদের অসুবিধা থাকবে, তাদের জন্য সপ্তাহের দু-দিন ডিলারের দোকান খোলা থাকবে সেখান থেকে গ্রাহক রেশন তুলতে পারবে।
রেশন ডিলার এসোসিয়েশনের জেলা সম্পাদক অলক ঠাকুর জানান, "আমরা কবে কোথায় রেশন দিতে যাব তা সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি থেকে সব সরকারি প্রতিষ্ঠানে জানিয়ে দেওয়া হয়েছে। আমরাও রেশন দিতে আগ্রহী। ১৫ দিন পরে ফের পাইলট নিয়ে পর্যালচনা করা যাবে।"
মন্ত্রী জ্যোতস্না মাড্ডি আরো জানান, "আগে দুয়ারে রেশন পৌঁছানোর জন্য কেজি প্রতি ৭৫ পয়সা করে বরাদ্দ করেছিল সরকার।ডিলারদের কথা ভেবে খাদ্য দফতরের তরফে আরও ৭৫ পয়সা করে বাড়তি খরচ দেওয়ার কথা জানান হয়েছে।"
জেলাশাসক বিধান রায় জানান, "আমাদের জেলায় জঙ্গল মহল বিশেষ রেশন সমেত অনান্য সব ধরনের সুবিধার রেশন পান গ্রাহকরা। রাজ্য সরকার তাদের তা নিয়মিত দিয়ে যাচ্ছে। এবার গ্রাহকদের দুয়ারে রেশন পৌঁছাতে মুখ্যমন্ত্রী যে ঘোষনা করেছেন তার বাস্তবায়নের জন্য ডিলারদের সঙ্গে সবরকম সহযোগিতা করবে জেলা প্রশাসন।কিন্তু পাইলট এই পরিকল্পনাকে বাস্তবে রুপদান করতেই হবে।"
-Supratim Das