জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অংশুমান ঢালী। বয়স ৪০। সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বাড়িতে ছিলেন অংশুমান ও তাঁর ছোট ভাই অমৃত ঢালী। রাতে দুই ভাই মদ্যপ অবস্থায় ঝামেলা করছিলেন বলে জানা যায়। অমৃতের দাবি, সেই সময় দাদা তাঁর উপরে দা নিয়ে চড়াও হন, পাল্টা তিনিও ঘরের দরজার খিল হাতে নিয়ে প্রতিরোধ করতে যান। সেই সময় তাঁর দাদার মাথায় আঘাত লাগে। সেই আঘাত গুরুতর না থাকায় অংশুমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। রাতে দুই ভাই যে যাঁর ঘরে ঘুমিয়ে পড়েন।
advertisement
আরও পড়ুন- মারাত্মক! শিশুরাই শুধু এই ভাইরাসের শিকার…! হুহু করে বাড়ছে বাংলায়! কী করণীয়? দেখে নিন
সকালে অংশুমানকে তাঁর ঘরে ডাকতে যায় অমৃত। তখন সে দেখে মৃত অবস্থায় খাটের উপরে পড়ে রয়েছে অংশুমান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আটক করা হয়েছে ভাই অমৃতকে।
স্থানীয়দের দাবি, দুই ভাই প্রচুর পরিমাণ মদ্যপান করতেন। মদ্যপ অবস্থায় প্রায়ই নিজেদের মধ্যে অশান্তি করতেন। প্রতিবেশীরা কিছু বলতে গেলে তাঁদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।
স্থানীয়রা জানান, গতকাল দুই ভাইয়ের চিৎকার চেঁচামেচি শোনা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট-এর পরেই মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি অমৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি।