RSV Virus: মারাত্মক! শিশুরাই শুধু এই ভাইরাসের শিকার...! হুহু করে বাড়ছে বাংলায়! কী করণীয়? দেখে নিন

Last Updated:

মারাত্মক! শিশুরাই শুধু এই ভাইরাসের শিকার...! আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে! ঠিকঠাক মিলছে না ওষুধ, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদেরও।

ব্যাপক হারে ছড়াচ্ছে RSV ভাইরাস! শিশুদের রক্ষা করতে কী করণীয়? দেখে নিন
ব্যাপক হারে ছড়াচ্ছে RSV ভাইরাস! শিশুদের রক্ষা করতে কী করণীয়? দেখে নিন
কলকাতা: RSV ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে! ঠিকঠাক মিলছে না ওষুধ, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদেরও। এ যেন এক নতুন ভাইরাসের প্রভাব চলছে। ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছে ছোট ছোট শিশুরাই।
আরও পড়ুন- নাভিতে করুন এই ‘ম্যাজিক’..! ত্বকে ফিরবে জেল্লা, নারীত্বে জোয়ার, বাড়বে হজমশক্তি! জানুন পদ্ধতি
ডাক্তারি ভাষায় বলা হচ্ছে RSV (Respiratory syncytial virus) প্রধানত এক বৎসরের কম বয়সি শিশুদের এই রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুরের চিকিৎসক ও আক্রান্ত শিশুদের পরিবার পরিজনেরা। জানা গিয়েছে, এই ভাইরাসঘটিত রোগের ফলে বাচ্চাদের জ্বর, কাশি দেখা দিচ্ছে।
advertisement
এই ভাইরাসে আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দিচ্ছে?
মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা থাকছে। আর এই ভাইরাসঘটিত রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই মুহূর্তে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম জেলায় RSV-র প্রকোপ লক্ষ্য করা গেছে বলে শিশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
advertisement
কোলাঘাটের একটি বেসরকারি শিশু হাসপাতালে গত কয়েকদিন ধরে ৫০ জন রোগীর চিকিৎসা চলছে। শিশু চিকিৎসক ডাক্তার প্রবীর ভৌমিক জানান, এই সময়ে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এই সময় এই ভাইরাসঘটিত সমস্যা দেখা দিচ্ছে।
advertisement
জানা গিয়েছে, শিশুরা এই রোগ বাড়ির বড়দের কাছ থেকে পাচ্ছে। এটা নিউমোনিয়া রোগ নয়। এটা হল শিশুদের ক্ষুদ্র শ্বাসনালীর প্রদাহ। এইগুলি খুব সরু, তাই শ্বাস-প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে।

চিকিৎসকদের পরামর্শ:—

বাড়ির লোকজন করোনাকালে যেভাবে হাত ধুতেন বার বার ও মাস্ক পরতেন, তেমনই সতর্কতা নিতে হবে। বাইরে থেকে এসে ভাল করে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোবেন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলবেন।
advertisement
এই ভাইরাসের জন্য কোনও ভ্যাকসিন নেই। ওষুধও নেই। তাই বিশেষ সতর্কতা প্রয়োজন বলে জানান কোলাঘাটের শিশু চিকিৎসক ডাক্তার প্রবীর ভৌমিক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RSV Virus: মারাত্মক! শিশুরাই শুধু এই ভাইরাসের শিকার...! হুহু করে বাড়ছে বাংলায়! কী করণীয়? দেখে নিন
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement